IPL 2025

ইউটিউব চ্যানেল নিয়ে বিতর্কে অশ্বিন, পাত্তাই দিলেন না চেন্নাই কোচ, ‘আমি ও সব দেখি না’

আইপিএলের মাঝে বিতর্ক তৈরি হয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে। তাঁর ইউটিউব চ্যানেলে এসে চেন্নাইয়ের বিস্তর সমালোচনা করেছেন তিন বিশেষজ্ঞ, যে দলে অশ্বিন নিজেই খেলেন। চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং জানালেন, ও সব তিনি দেখেন না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৫ ১৬:২৫
Share:

রবিচন্দ্রন অশ্বিন। ছবি: পিটিআই।

আইপিএলের মাঝে বিতর্ক তৈরি হয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে। তাঁর ইউটিউব চ্যানেলে এসে চেন্নাইয়ের বিস্তর সমালোচনা করেছেন তিন বিশেষজ্ঞ, যে দলে অশ্বিন নিজেই খেলেন। সেই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়েছিল চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিংকে। সেটি পাত্তাই দিতে চাইলেন তিনি। জানালেন, ও সব তিনি দেখেন না।

Advertisement

সম্প্রতি অশ্বিনের ইউটিউব চ্যানেলে হাজির হয়ে চেন্নাইয়ের কৌশল নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিন বিশেষজ্ঞ। কেন নিলামে নুর আহমেদকে কেনা হয়েছে তা নিয়ে তোপ দেগেছিলেন তাঁরা। যে দলে অশ্বিন খেলেন সেই দলের বিরুদ্ধেই সমালোচনা কী করে নিজের ইউটিউব চ্যানেলে সম্প্রচার করলেন অশ্বিন, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। পরে অশ্বিন ওই ভিডিয়ো মুছে দেন।

সেই নিয়ে শনিবার প্রশ্ন করা হয় ফ্লেমিংকে। তিনি প্রথমে প্রশ্নটি বুঝতে পারেননি। পরে বলেন, “আমার কোনও ধারণা নেই। আমি তো জানিই না যে অশ্বিনের ইউটিউব চ্যানেল আছে। তাই ভিডিয়ো দেখার প্রশ্নই ওঠে না। পুরোটাই অপ্রাসঙ্গিক আলোচনা। আপনাদের মতামতই বেশি গুরুত্বপূর্ণ।”

Advertisement

আইপিএলে হারের হ্যাটট্রিকের পর খুশি নন চেন্নাইয়ের কোচ। তাঁর মতে, বড় রান তাড়া করতে গেলে পারফরম্যান্সের উন্নতি দরকার। বলেছেন, “জয়ের ফরমুলা খুঁজে বার করার চেষ্টা করছি। আমরা জানি রান তাড়া করার সময় আমাদের পরিসংখ্যান কেমন। তাই জন্য প্রতিপক্ষকে আরও কম রানে আটকে রাখতে চাই। তবে ব্যাটিংয়ে আরও উন্নতি দরকার আমাদের।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement