Bankruptcy of Go First

গো ফার্স্টকে গোটাতে সায়

১৭ বছর পরিষেবা দেওয়ার পরে ২০২৩ সালের মে মাসে প্রথম দেউলিয়া আইনের অধীনে এনসিএলটি-তে যায় আর্থিক ভারে ধুঁকতে থাকা গো ফার্স্ট।

Advertisement
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ০৪:৩৩
Share:

গো ফার্স্ট বিমান পরিষেবা। —ফাইল চিত্র।

দেউলিয়া আইনের অধীনে গো ফার্স্টের সম্পত্তি বিক্রি করে সংস্থা গুটিয়ে নেওয়ার নির্দেশ দিল এনসিএলটি। সেই টাকা দিয়ে বকেয়া মেটানোর কথা। সস্তার বিমান পরিষেবা সংস্থাটির ঋণদাতাদের আর্জি মেনেই এই সিদ্ধান্ত নিয়েছে ট্রাইবুনাল। যদিও এ নিয়ে মুখ খোলেনি গো ফার্স্ট। ১৭ বছর পরিষেবা দেওয়ার পরে ২০২৩ সালের মে মাসে প্রথম দেউলিয়া আইনের অধীনে এনসিএলটি-তে যায় আর্থিক ভারে ধুঁকতে থাকা গো ফার্স্ট। পুনর্গঠনের জন্য দু’টি সংস্থা থেকে দরপত্রও পায়। কিন্তু ঋণদাতারা তাতে সায় দেয়নি এবং অগস্টে গো ফার্স্টকে গুটিয়ে নেওয়ার আবেদন করে তারা। বর্তমানে সেন্ট্রাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অব বরোদা, আইডিবিআই ব্যাঙ্ক এবং ডয়েশ ব্যাঙ্কের কাছে গো ফার্স্টের প্রায় ৬৫২১ কোটি টাকা বকেয়া রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement