Mukesh Ambani

এ বার মুকেশের খুচরো ব্যবসায় কেকেআর

অনেকের মতে, অতিমারির জেরে বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম কমায় ওই ক্ষেত্রটি এখন অনিশ্চয়তার মধ্যে। ফলে সৌদি অ্যারামকোর সঙ্গে রিলায়্যান্সের আলোচনাও মসৃণ পথে এগোচ্ছে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২০ ০৪:৩০
Share:

ফাইল চিত্র

মাসখানেক আগেই ফিউচার গোষ্ঠীর খুচরো, পাইকারি, গুদাম ও পণ্য পরিবহণ ব্যবসা কিনেছে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের শাখা রিলায়্যান্স রিটেল ভেঞ্চার্স। এরই মধ্যে দু’টি বিদেশি লগ্নিকারী সংস্থাকে রিটেল ব্যবসার অংশীদার করে ফেলল মুকেশ অম্বানীর সংস্থাটি। দু’সপ্তাহ দুই আগে সিলভার লেককে টেনে আনার পর এ বার আর এক মার্কিন প্রাইভেট ইকুইটি সংস্থা কেকেআরকে রিলায়্যান্স রিটেলের ১.২৮% বেচতে চলেছে তারা। তুলবে ৫৫৫০ কোটি টাকা। জল্পনা ছিল, জিয়ো প্ল্যাটফর্মে যে সব সংস্থা লগ্নি করেছে, তাদেরকে রিলায়্যান্স রিটেলেও আনতে চান মুকেশ। সংশ্লিষ্ট মহলের মতে, সে দিকেই এগোচ্ছেন তিনি।

Advertisement

মুকেশ বলেছিলেন, স্থানীয় মুদিখানার সঙ্গে ক্রেতাদের যোগাযোগ করাবে জিয়ো প্ল্যাটফর্ম। এ জন্য তিনি হোয়াটসঅ্যাপের সাহায্য নিতে ফেসবুকের সঙ্গে হাত মিলিয়েছেন। তাঁর লক্ষ্য, জিয়ো, হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের বিপুল গ্রাহককে একই মঞ্চে পাওয়া। অনেকে বলছেন, এ বার খুচরো ব্যবসার কাঠামোকেও সেই ধাঁচে সাজাতে চান মুকেশ। অনেকের মতে, অতিমারির জেরে বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম কমায় ওই ক্ষেত্রটি এখন অনিশ্চয়তার মধ্যে। ফলে সৌদি অ্যারামকোর সঙ্গে রিলায়্যান্সের আলোচনাও মসৃণ পথে এগোচ্ছে না। তবে ভারতে বড় ভবিষ্যৎ রয়েছে খুচরো ব্যবসার। যেখানে অনেক আগেই পা রেখেছে রিলায়্যান্স। আর জমি শক্ত করার চেষ্টা করছে অ্যামাজ়ন, ফ্লিপকার্টের মতো সংস্থা। তবে মুকেশ যে ভাবে এগোচ্ছেন, তাতে প্রতিযোগীদের বড় টক্করের মুখে পড়তে হবে বলেই মনে করছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement