Mukesh Ambani

Mukesh Ambani: জোড়া অধিগ্রহণ মুকেশের

সংশ্লিষ্ট মহলের বক্তব্য, জোড়া অধিগ্রহণের ফলে ২০৩০-এর মধ্যে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের ১০০ গিগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছোঁয়া সহজ হবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২১ ০৯:১৯
Share:

ফাইল চিত্র।

একই দিনে জোড়া অধিগ্রহণ। তা-ও আবার অপ্রচলিত শক্তি ক্ষেত্রে। যেখানে সদ্যই পা রেখেছেন মুকেশ অম্বানী। এই দুই চুক্তিতে তাঁর সংস্থা খরচ করতে চলেছে প্রায় ৮৬৪৫ কোটি টাকা!

Advertisement

হিসাবের খাতায় চাপতে থাকা দেনা হাল্কা করতে সৌর বিদ্যুৎ সংস্থা স্টারলিং অ্যান্ড উইলসন সোলারে নিজেদের ৪০% অংশীদারি রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়কে বিক্রি করতে চলেছে শাপুরজি পালোনজি (এমপি) গোষ্ঠী। একাধিক দফায় হতে চলা লেনদেনের মোট অঙ্ক ২৮৪৫ কোটি টাকা। মাসখানেক আগে ইউরেকা ফোর্বসে-ও নিজেদের অংশীদারি বিক্রি করেছে এসপি গোষ্ঠী। রবিবার রাতের দিকে এই সংক্রান্ত ঘোষণার কয়েক ঘণ্টা আগে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ় জানায়, নরওয়ের সৌর বিদ্যুৎ সংস্থা আরইসি সোলারকে হতে নিতে চলেছে তাদের শাখা সংস্থা রিলায়্যান্স নিউ এনার্জি সোলার। খরচ করছে ৭৭.১ কোটি ডলার (৫৮০০ কোটি টাকা)।

স্টারলিং শাপুরজি গোষ্ঠী এবং খুরশিদ ইয়াজ়দি দারুওয়ালা পরিবারের যৌথ উদ্যোগ। ফলে তার অংশীদারি বিক্রির জন্য বহুপাক্ষিক চুক্তি হয়েছে। আদানি পাওয়ার-সহ বহু সংস্থাই স্টারলিংয়ের অংশীদারি কেনার দৌড়ে ছিল। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, জোড়া অধিগ্রহণের ফলে ২০৩০-এর মধ্যে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের ১০০ গিগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছোঁয়া সহজ হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement