Salary

বেতন বাড়বে, হবে পদোন্নতি, করোনা পরবর্তী পর্বে সুখবর কর্পোরেট কর্মীদের জন্য

আগামী অর্থবর্ষে দেশের ৯০ শতাংশ কোম্পানি তাদের কর্মীদের মাইনে বাড়াতে পারে বলে বহুজাতিক সংস্থা ডেলইটের সমীক্ষায় দাবি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৪৯
Share:

প্রতীকী ছবি।

আগামী অর্থবর্ষে সুখবর পেতে পারেন দেশের অধিকাংশ শিল্প-বাণিজ্য সংস্থার কর্মীরা। সাম্প্রতিক একটি সমীক্ষা বলছে, ৯০ শতাংশ ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং শিল্প সংস্থা এ বার তাদের কর্মীদের বেতন বাড়াতে পারে।

Advertisement

করোনা পর্বের অভিঘাত কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি। বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং শিল্প সংস্থাগুলিতে পূর্ণোদ্যমে শুরু হয়েছে কাজ। এই পরিস্থিতিতে আগামী অর্থবর্ষে দেশের ৯০ শতাংশ কোম্পানি তাদের কর্মীদের মাইনে বাড়াতে পারে বলে বহুজাতিক সংস্থা ডেলইটের সমীক্ষায় দাবি।

অতিমারির আবহে ২০২০ সালে দেশের ৬০ শতাংশ শিল্প-বাণিজ্য সংস্থা তাদের কর্মীদের বেতন বাড়িয়েছিল। বেতন বৃদ্ধির হার ছিল ৪.৪ শতাংশ। সমীক্ষায় দাবি, চলতি বছর বেতন বৃদ্ধির হার হতে পারে ৭.৩ শতাংশ। প্রসঙ্গত, ২০১৯ সালে দেশের ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং শিল্প সংস্থাগুলির কর্মীদের গড় বেতন বৃদ্ধির হার ছিল ৮.৬ শতাংশ।

Advertisement

বেতন বাড়ার পাশাপাশি পদোন্নতির ক্ষেত্রেও আগামী অর্থবর্ষে শিল্প-বাণিজ্য সংস্থার কর্মীরা লাভবান হবেন বলে দাবি করা হয়েছে ওই সমীক্ষায়। দেশের শতাধিক প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে তৈরি রিপোর্টের পূর্বাভাস, অন্তত ১০.২ শতাংশ কর্মীর পদোন্নতি হতে চলেছে এ বার। গত বছর করোনা পরিস্থিতিতে পদোন্নতি হয়েছিল ৭.৪ শতাংশের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement