সব ঠিকঠাক চললে ডিসেম্বরের মধ্যে রাজ্যে আরও কয়েকটি আধার সেবা কেন্দ্র চালু করবেন আধার কর্তৃপক্ষ (ইউআইডিএআই)।
সব ঠিকঠাক চললে ডিসেম্বরের মধ্যে রাজ্যে আরও কয়েকটি আধার সেবা কেন্দ্র চালু করবেন আধার কর্তৃপক্ষ (ইউআইডিএআই)। যেখানে আধারে নাম তোলা থেকে শুরু করে ডেমোগ্রাফিক (নাম, ঠিকানা, জন্ম তারিখ ইত্যাদি) বা বায়োমেট্রিক (ছবি, আঙুল এবং চোখের মণির ছাপ) তথ্য সংশোধন-সহ সব পরিষেবা দেওয়া হয়। সরকারি সূত্রের খবর, বহরমপুর, কোচবিহার ও আসানসোলে এ জন্য জায়গা চিহ্নিত হওয়ার পরে কেন্দ্রগুলি চালু করার প্রক্রিয়া চলছে। প্রশাসনিক পর্যালোচনার পরে সমস্ত কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ডিসেম্বরের মধ্যে সেগুলি চালু হওয়ার কথা। সবক’টিতেই দৈনিক প্রায় ৫০০ জনকে পরিষেবা দেওয়ার পরিকাঠামো গড়তে চান আধার কর্তৃপক্ষ।
বর্তমানে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল, ডাকঘর এবং বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখাতেও আধারের বিভিন্ন পরিষেবা মেলে। তবে সেগুলির বহর সাধারণত ছোট। বড় পরিকাঠামো নিয়ে আধার কর্তৃপক্ষের সরাসরি তত্ত্বাবধানে যে সব কেন্দ্র চালু হয়েছে, সেগুলিই আধার সেবা কেন্দ্র হিসাবে পরিচিত। কোন কেন্দ্রের পরিষেবা দেওয়ার পরিকাঠামো কত হবে, তা সংলগ্ন এলাকার জনসংখ্যার উপরে নির্ভর করে। আধার কর্তৃপক্ষের পরিকল্পনা, রাজ্যের সব জেলায় একটি করে এই কেন্দ্র তৈরি। এখন কলকাতা, সল্টলেক, নদিয়া, মালদহ, হাওড়া, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, রাজারহাট, পূর্ব মেদিনীপুরে তা আছে।
এ দিকে, মালদহে জেলাশাসকের দফতরের চালু আধার সেবা কেন্দ্রটির এখন দৈনিক ২৫০ জনের পরিষেবা দেওয়ার ক্ষমতা রয়েছে। সেটি শীঘ্রই সেখানকার বিএসএনএলের ভবনে সরানো হবে। তখন সেই কেন্দ্রটি প্রায় ৫০০ জনকে পরিষেবা দিতে পারবে।