—প্রতীকী চিত্র।
সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি। নতুন সরকারের স্থায়িত্বের জন্য তাদের জোটসঙ্গীদের উপরে নির্ভর করে থাকতে হবে। আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা মুডি’জ় অ্যানালিটিক্সের বক্তব্য, সরকারের স্থায়িত্ব প্রশ্নচিহ্নের মুখে পড়ে যাওয়ায় এবং শরিকদের নিয়ে ঐক্যমত তৈরির প্রক্রিয়ার ফলে সিদ্ধান্ত নিতে দেরি হলে লগ্নিকারীদের আস্থা কমতে পারে। জুলাইয়ের পূর্ণাঙ্গ বাজেটে ছবিটা কিছুটা স্পষ্ট হবে। আপাতত সে দিকেই তাকিয়ে রয়েছে সমস্ত মহল। পরিকাঠামো ক্ষেত্রে ব্যয় অব্যাহত থাকে কি না, সে ব্যাপারে আগ্রহ থাকবে তাদের।
আজ এক প্রতিবেদন প্রকাশ করে মুডি’জ় বলেছে, ‘‘নির্বাচনের এই ফলের প্রভাবে সংসদের চিত্র বদলাবে। কারণ, নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে এনডিএ-র শরিক দলগুলির প্রভাব বাড়বে। সে ক্ষেত্রে বিজেপিকে দর কষাকষি এবং কিছুটা আপসের রাস্তায় হাঁটতে হবে। ফলে গতি হারাতে পারে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং দলের মূল প্রশাসনিক নীতিগুলি।’’
সংশ্লিষ্ট মহলের বক্তব্য, আর্থিক এবং পরিকাঠামোর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রের সঙ্গে সম্পর্কযুক্ত মন্ত্রকগুলির কয়েকটি যদি শরিকদের দিতে হয়, তা হলে প্রশাসনিক কর্মকাণ্ডের গতি কমা কার্যত অবশ্যম্ভাবী। তবে এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী ভাবে সরকারকে ঐক্যবদ্ধ রেখে প্রশাসন এবং অর্থনীতিকে চালান সে দিকে নজর থাকবে বলে জানিয়েছে মুডি’জ়।