ফাইল চিত্র।
মোদী সরকার ঢাকঢোল পিটিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মী এবং রাজ্যগুলির জন্য যে আর্থিক দাওয়াই ঘোষণা করেছে, তাতে খুশি নয় শেয়ার বাজার। ত্রাণ ঘোষণার দিন অর্থাৎ সোমবার পড়ে না-গেলেও, সেনসেক্সের উত্থান আটকায় ৮৪ পয়েন্টে। আর মঙ্গলবার তা বাড়ল ৩১.৭১ পয়েন্ট। অথচ টানা উঠে সূচকের সাড়ে ৪০ হাজার পেরিয়ে যাওয়ার অন্যতম কারণ ছিল কেন্দ্রের নতুন আর্থিক সাহায্যের জল্পনা।
বাজার নিয়ে গবেষণা সংস্থা ভ্যালু রিসার্চের এমডি ধীরেন্দ্র কুমারও বলেন, ‘‘এত কম দাওয়াইয়ে সূচকের প্রতিক্রিয়া হওয়ার কথা নয়।’’ ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন সভাপতি কমল পারেখের মতে, প্রয়োজন ছিল টাকা খরচের সহজ রাস্তা। অথচ কেন্দ্র নানা শর্ত বেঁধেছে। এলটিসি-র টাকা নগদে নিয়ে কারা এখন টিভি, ফ্রিজ কিনবে? বিশেষজ্ঞ অজিত দে-র দাবি, ‘‘কেন্দ্র রাজ্যগুলিকে জিএসটি ক্ষতিপূরণ দিচ্ছে না। নতুন বরাদ্দে ওই ক্ষতি ভরে উন্নয়নে খরচের কিছু থাকবে না।’’