কর ফাঁকির প্রবণতা কমাতে এ বার অভিনব পদক্ষেপ করতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রের পরিকল্পনা, সর্বোচ্চ করদাতাদের চায়ের আমন্ত্রণ জানাবেন খোদ প্রধানমন্ত্রী অথবা অর্থমন্ত্রী। রাষ্ট্র নির্মাণে ভূমিকার জন্য তাঁদের ধন্যবাদ জানাতে এই ‘চায়ে পে চর্চা’ অন্য করদাতাদেরও উৎসাহিত করবে বলে সরকারের আশা।
অতীতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করদাতাদের ধন্যবাদ জানিয়েছেন। করদাতাদের নিয়মিত শংসাপত্র দেওয়ার মতো পদক্ষেপ করেছে আয়কর দফতর। তাতেও করফাঁকির সমস্যা বিশেষ কমেনি বলে মনে করছেন সরকারের সঙ্গে যুক্ত অনেকে। অনেকেই মনে করিয়ে দিচ্ছেন, গত অর্থবর্ষে মোদী সরকার আয়কর ও কর্পোরেট কর থেকে আয়ের লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি। জিএসটি থেকে আয় এখনও প্রত্যাশার তুলনায় অনেকটাই কম। অর্থ মন্ত্রকের কর্তাদের মতে, ধনী বা কোটিপতিরা আরেকটু দরাজ হলেই গরিবদের উপকারের জন্য সরকারের হাতে বিপুল অর্থ আসবে।
অন্য দিকে কর বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, উঁচু আয়ের মানুষের করের চড়া হারও ফাঁকির অন্যতম কারণ। সেই বোঝা কমানো কঠিন বুঝেই মোদী সরকারের এই চায়ের টোটকা।