Start Up

নজর স্টার্ট-আপে, চাই আরও তহবিল

২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দেশে বিপুল সংখ্যায় স্টার্ট-আপ তৈরির প্রয়োজনীয়তার কথা বলে আসছেন মোদী। ২০১৬ সালের ১৬ জানুয়ারি ‘স্টার্ট-আপ ইন্ডিয়া’ প্রকল্প চালু করে তাঁর সরকার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জুন ২০২৪ ০৮:৫৩
Share:

—প্রতীকী চিত্র।

বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন এবং কর্মসংস্থানের জন্য স্টার্ট-আপকে বরাবরই গুরুত্ব দিয়ে আসছে মোদী সরকার। কেন্দ্রের এক আধিকারিক জানিয়েছেন, নতুন প্রযুক্তি সংস্থাগুলিকে সাহায্যের জন্য আগামী বাজেটে সরকারের থেকে আরও তহবিল চাইতে পারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক। জুলাইয়ে এ বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে পারে।

Advertisement

২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দেশে বিপুল সংখ্যায় স্টার্ট-আপ তৈরির প্রয়োজনীয়তার কথা বলে আসছেন মোদী। ২০১৬ সালের ১৬ জানুয়ারি ‘স্টার্ট-আপ ইন্ডিয়া’ প্রকল্প চালু করে তাঁর সরকার। সঙ্গে ঘোষণা করা হয় স্টার্ট-আপের পরিবেশ তৈরি, সংস্থাগুলিকে প্রশিক্ষণ ও পুঁজি দিয়ে সাহায্য করার একগুচ্ছ পরিকল্পনা। ২০২১ সালে সংস্থাগুলির জন্য ৯৪৫ কোটি টাকার পৃথক একটি তহবিল তৈরি করে কেন্দ্র। নতুন ব্যবসার ভাবনা, পরীক্ষামূলক ভাবে পণ্য ও পরিষেবা তৈরি, তার কার্যকারিতা খতিয়ে দেখা, বাজারে পণ্য নিয়ে আসা এবং তার বাজারিকরণের মতো বিভিন্ন পর্যায়ে সংস্থাগুলিকে সাহায্য করা এবং পুঁজির জোগান দেওয়াই ছিল ওই তহবিলের উদ্দেশ্য। আগামী বছর এই তহবিলের মেয়াদ শেষ হচ্ছে। তার পরে স্টার্ট-আপকে সাহায্য করার জন্য আরও তহবিলের প্রয়োজন হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement