home loan

সস্তা ঋণের প্রকল্পে মিশ্র প্রতিক্রিয়া

এমএসএমই-র অন্যতম জাতীয় সংগঠন ফিসমের কর্তা অনিল ভরদ্বাজের মতে, স্বাভাবিক সময়ের জন্য এই প্রকল্প ঠিক আছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ জুন ২০২১ ০৫:৪০
Share:

প্রতীকী চিত্র।

গত বছর থেকেই করোনার হানায় সঙ্কটে ক্ষুদ্র-ছোট-মাঝারি (এমএসএমই), হোটেল-রেস্তরাঁ-পর্যটন-উড়ানের (আতিথেয়তা) মতো ক্ষেত্র। তাদের ঋণ দেওয়ার জন্য ব্যাঙ্কগুলির হাতে পুঁজি তুলে দিতে শুক্রবার কিছু পদক্ষেপ ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। ছোট-মাঝারি ক্ষেত্রের একাংশের দাবি, কঠিন সময়ে শিল্পকে চাঙ্গা করতে এই পদক্ষেপ যথেষ্ট নয়। আতিথেয়তা শিল্পের অনেকের অবশ্য মত, ঋণ সহজলভ্য হওয়ায় নগদের সমস্যা কিছুটা মিটবে।

Advertisement

সম্প্রতি বাজারে ৫০,০০০ কোটি টাকা নগদ জোগানের সিদ্ধান্তের পরে এ দিন রিজ়ার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ছোট-মাঝারি শিল্পকে ঋণ দিতে সিডবিকে ১৬,০০০ কোটি টাকা দেওয়া হবে। আতিথেয়তা শিল্পের জন্য ব্যাঙ্কগুলিকে জোগানো হবে ১৫,০০০ কোটি।

এমএসএমই-র অন্যতম জাতীয় সংগঠন ফিসমের কর্তা অনিল ভরদ্বাজের মতে, স্বাভাবিক সময়ের জন্য এই প্রকল্প ঠিক আছে। কিন্তু কঠিন পরিস্থিতির মোকাবিলার জন্য তা যথেষ্ট নয়। তবে আতিথেয়তা শিল্পের সংগঠন এফএইচআরএআই-এর কর্তা গুরবক্সিশ সিংহ কোহালি এবং পর্যটন শিল্পের সংগঠন আয়োটার কর্তা রাজীব মেহরার বক্তব্য, ঋণ নির্ভর নগদের জোগান কাজে লাগবে বিভিন্ন সংস্থার। ক্রেডাইয়ের কর্তা হর্ষবর্ধন পাতোদিয়া এবং নারেডকোর কর্তা নিরঞ্জন হীরানন্দানির মতে, কম সুদের সুবিধা পাবে আবাসন ক্ষেত্রও। উল্লেখ্য, এ দিন মন্ত্রকগুলিকে অর্থবর্ষের প্রথমেই পরিকাঠামোয় খরচের পাশাপাশি ছোট শিল্পের বকেয়া দ্রুত মেটাতেও বলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement