সত্য নাদেলা
মাইক্রোসফট সিইও সত্য নাদেলা ২০১৯ অর্থবর্ষে কত উপার্জন করেছেন? ৩০৫ কোটি ৫৫ লক্ষ ৫২ হাজার ৫০০ টাকা!
ঠিকই পড়ছেন ২০১৮ অর্থবর্ষে তাঁর যে উপার্জন ছিল তার থেকে এ বারে ৬৬ শতাংশ বেশি অর্থ ঘরে নিয়ে গিয়েছেন তিনি।
হায়দরাবাদের এক তেলুগু পরিবারে জন্ম সত্য নাদেলার। বাবা আইএএস অফিসার ছিলেন। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার সত্য নাদেলা ২০১৪ সাল থেকে মাইক্রোসফট-এর সিইও পদে রয়েছেন। ওই বছর স্টিভ বালমেরের থেকে সিইও-র ক্ষমতা হস্তান্তর করা হয় তাঁকে।
আরও পড়ুন: কলকাতার আকাশে তোলপাড় করল সুখোই, মহড়ায় বায়ুসেনা
সে বছর অবশ্য নাদেলা আরও বেশি টাকা উপার্জন করেছিলেন। ৬০০ কোটি ৪২ লক্ষ ৬৭ হাজার ৫০০ টাকা উপার্জন করেছিলেন তিনি। এখনও পর্যন্ত এটাই তাঁর সবচেয়ে বেশি উপার্জন।
বুধবার একটি বিবৃতি জারি করে মাইক্রোসফটের তরফে জানানো হয়েছে, ২০১৮-১৯ অর্থবর্ষের জন্য সিইও ছাড়া সংস্থার অন্যান্য কর্মীদের ১৭২৫১২ ডলার অর্থাৎ এক কোটি ২২ লক্ষ ৮৭ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
ডিসেম্বরের ৪ তারিখে শেয়ারহোল্ডারদের নিয়ে একটি বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। বৈঠকে পৌরোহিত্য করবেন সিইও সত্য নাদেলা। মাইক্রোসফটের অর্থবর্ষ ১ জুলাই থেকে পরের বছরের ৩০ জুন পর্যন্ত গণ্য করা হয়।