ফের বার্তা ব্যবসায়ীদের

নির্মলার আশ্বাস, সংশ্লিষ্ট মহলের মতামতের উপর ভিত্তি করে জিএসটিতে রিটার্ন জমা-সহ পুরো কর ব্যবস্থা আরও সহজ করার পথে হাঁটছেন তাঁরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২০ ০২:২১
Share:

নির্মলা সীতারামন

এক দিকে জিএসটি ব্যবস্থাকে সরল করা। অন্য দিকে সৎ করদাতাদের যাতে হেনস্থা হতে না হয়, তার খেয়াল রাখা। মঙ্গলবার ব্যবসায়ীদের সর্ব ভারতীয় সংগঠন সিএআইটি সম্মেলনের মঞ্চ থেকে এই জোড়া প্রতিশ্রুতি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। দুই বার্তাই অবশ্য আগেও দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী-সহ নেতা-মন্ত্রীরা।

Advertisement

যে দু’টি বিষয় নিয়ে বিরোধীদের নিশানায় পড়তে হয় তাঁদের। নির্মলার আশ্বাস, সংশ্লিষ্ট মহলের মতামতের উপর ভিত্তি করে জিএসটিতে রিটার্ন জমা-সহ পুরো কর ব্যবস্থা আরও সহজ করার পথে হাঁটছেন তাঁরা। অর্থমন্ত্রীর বার্তা, ব্যবসায়ীরা কেন্দ্রের আয়ের ব্যবস্থা করেন। কোনও বিচক্ষণ সরকার চাইবে না তাঁদের বিরক্তির কারণ হতে। তাই ব্যবসায়ীদের অগ্রাধিকার দিয়ে মোদী সরকারও একাধিক পদক্ষেপ করেছে। তিনি জানান, ক্রেতা-বিক্রেতার যোগাযোগ বাড়াতে শীঘ্রই দেশ জুড়ে ‘বিগ শপিং ফেস্টিভ্যাল’ আয়োজন করবে কেন্দ্র। এ দিনই কেন্দ্র জানিয়েছে, আগে মেটানো কর ফেরতের ভুয়ো দাবি ঠেকাতে কেন্দ্র ও রাজ্যের আধিকারিকদের নিয়ে একটি কমিটি তৈরি করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement