Merlin Group

নতুন রূপে আত্মপ্রকাশ মার্লিন গ্রুপের, প্রকাশ্যে নয়া লোগো, আবাসন ক্ষেত্রে সেরা পরিষেবার অঙ্গীকার

মার্লিন একটি দ্রুত বিকাশশীল সংস্থা। গুণমান রক্ষায় আপসহীন এই সংস্থা সৃজনশীলতার পাশাপাশি ক্রেতাসন্তুষ্টিতেও সক্রিয়। এই গুণগুলির জন্যই মার্লিন সব সময় বিনিয়োগকারী ও উপভোক্তাদের কাছে প্রথম পছন্দ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ২৩:৩৫
Share:

মার্লিন গ্রুপের নতুন লোগো উন্মোচন করছেন সংস্থার চেয়ারম্যান সুশীল মোহতা (বাঁ দিকে) এবং ম্যানেজিং ডিরেক্টর সাকেত মোহত (ডান দিকে)। —নিজস্ব চিত্র।

চার দশকের বেশি সময় ধরে মার্লিন গ্রুপ আবাসন শিল্পে অগ্রণী ভূমিকায়। মঙ্গলবার নিজেদের কর্পোরেট ব্র্যান্ডকে নতুন করে সকলের সামনে তুলে ধরল এই আবাসন সংস্থা। প্রকাশ্যে এল তাদের নতুন লোগো। মার্লিন একটি দ্রুত বিকাশশীল সংস্থা। গুণমান রক্ষায় আপসহীন এই সংস্থা সৃজনশীলতার পাশাপাশি ক্রেতাসন্তুষ্টিতেও সক্রিয়। এই গুণগুলির জন্যই মার্লিন সব সময় বিনিয়োগকারী ও উপভোক্তাদের কাছে প্রথম পছন্দ। নতুন লোগোর মাধ্যমে এই বিষয়গুলি সকলের সামনে তুলে ধরা হয়েছে। লোগো বাদেও সংস্থার তরফ থেকে নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে সেই সঙ্গে নতুন ডিজাইন সিস্টেমও।

Advertisement

সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সাকেত মোহতা বলেন, “আমাদের নতুন পরিচয় আবাসন শিল্পে ব্যতিক্রমী ভাবনার এবং সমস্যা সমাধানে আমাদের অঙ্গীকারগুলিকে প্রতিফলিত করে। ক্রেতাদের জীবনের মানোন্নয়নের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। মার্লিনের ক্ষেত্রে প্রতিটি ইট, প্রতিটি ভিত কেবল একটি ভবনের কাঠামোর অংশ নয়। বরং সেগুলি নতুন মূল্যবোধ সৃষ্টির প্রতীক। এই মূল্যবোধের মধ্যে এক একটি জনগোষ্ঠী তথা পরিবার বিকশিত হবে। আগামী কয়েক প্রজন্ম বয়ে নিয়ে যাবে এই মূল্যবোধ।”

সাকেত আরও বলেন, “আমরা পশ্চিমবঙ্গে প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তৈরি করছি। আগামী পাঁচ বছরে কলকাতা ও ভারতের বিভিন্ন শহরে নানা বিলাসবহুল আবাসিক ও বাণিজ্যিক প্রকল্পে নতুন বিনিয়োগের পরিকল্পনাও রয়েছে। আমরা ইতিমধ্যে পুণেতে তিনটি প্রকল্পের কাজ করছি এবং আরও চারটি নতুন প্রকল্পের জন্য চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা করেছি। এ ছাড়াও আমরা নভি মুম্বইতেও নতুন প্রকল্প আনতে চলেছি। আমরা প্রতিটি প্রকল্পে পরিবেশবান্ধব নীতি অনুসরণ করি এবং গ্রিন বিল্ডিং স্ট্যান্ডার্ড মেনে নির্মাণ করে থাকি।”

Advertisement

মার্লিন গ্রুপের চেয়ারম্যান সুশীল মোহতা বলেন, “১৯৯০ সালে কর্পোরেট ব্র্যান্ডিং ধারণাটি যখন আবাসন শিল্পের ক্ষেত্রে একেবারেই নতুন ছিল, তখন মার্লিন গ্রুপ প্রথম ব্র্যান্ডিং করেছিল। আমরা ব্র্যান্ডেড রিয়েল এস্টেট সংস্থা হিসাবে অগ্রণী ছিলাম। গত চার দশকে আমরা এই ব্র্যান্ডকে আরও সম্মানজনক জায়গায় নিয়ে এসেছি। আমাদের সংস্থা নির্মাণ এবং গ্রাহকদের সেবায় ধারাবাহিকতা এবং গ্রাহক ও অংশীদারদের সঙ্গে স্বচ্ছতা বজায় রেখে চলে। নতুন নতুন নকশা তৈরি ও উন্নয়নের ক্ষেত্রেও আমাদের অঙ্গীকার রক্ষা করে চলেছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement