—প্রতীকী ছবি।
ধনতেরসের দিনও শেয়ার বাজারে সূচকে উত্থান বজায় রইল। ৩৮০ পয়েন্ট বে়ড়ে ৮০ হাজারের উপরেই রইল সেনসেক্স। সপ্তাহের দ্বিতীয় দিনেও চাঙ্গা রইল শেয়ার বাজার। পর পর দু’দিন সেনসেক্স ও নিফটির সূচকে ঊর্ধ্বগতিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বিনিয়োগকারীরা। গত সপ্তাহে টানা পতনের পর সোমবার থেকে ঘুরে দাঁড়িয়েছে শেয়ার বাজার। মঙ্গলবার ৩৬৩ পয়েন্ট বেড়ে সেনসেক্স দাঁড়িয়েছে ৮০,৩৭০ পয়েন্টে। ০.৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে বিএসই সূচক। দিনের মধ্যে সর্বোচ্চ ৮০,৪৫০ পয়েন্টে উঠেছিল সেনসেক্স।
ঘুরে দাঁড়িয়েছে নিফটিও। বিএসইর মতো এ দিন ঊর্ধ্বমুখী ছিল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জও। মঙ্গলবার সকালে বাজার খোলার পর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসসি) ছিল ২৪,৩২৮ পয়েন্টে। বাজার বন্ধ হওয়ার পর নিফটির গ্রাফ বেড়ে দাঁড়ায় ২৪,৪৬৬ পয়েন্টে।
এ দিন ব্যাঙ্কিং ক্ষেত্রের স্টকগুলি শক্তিশালী হওয়ায় বাজারে ফের স্থিতিশীলতা ফিরতে চলেছে বলে আশা করেছেন বাজার বিশেষজ্ঞেরা। নিফটিতে লাভবান হয়েছে এসবিআই, ভারত ইলেকট্রনিক্স, এসবিআই লাইফ ইনশিওর্যান্স, এইচডিএফসি লাইফ, আইসিআইসিআই ব্যাঙ্ক। টাটা মোটরস, ডঃ রেড্ডি’স ল্যাবস, মারুতি সুজুকি, হিরো মোটোকর্প এবং বাজাজ অটো সংস্থাগুলির শেয়ারের দরে পতন দেখা গিয়েছে। বিএসই মিডক্যাপ এবং স্মলক্যাপ সূচক ০.৭ শতাংশ বেড়েছে বলে বাজার সূত্রে খবর।