শহরে নয়া বিপণি মার্কস-স্পেন্সার্সের

কলকাতায় চালু হল আন্তর্জাতিক ব্র্যান্ড ‘মার্কস অ্যান্ড স্পেন্সার্স’-এর আরও দু’টি বিপণি। সব মিলিয়ে কলকাতায় তাদের বিপণির সংখ্যা দাঁড়াল তিন। ব্রিটেনের এই পোশাক ব্র্যান্ডটি ২০০৮ সালে রিলায়্যান্স রিটেলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৬ ০২:৫৫
Share:

কলকাতায় চালু হল আন্তর্জাতিক ব্র্যান্ড ‘মার্কস অ্যান্ড স্পেন্সার্স’-এর আরও দু’টি বিপণি। সব মিলিয়ে কলকাতায় তাদের বিপণির সংখ্যা দাঁড়াল তিন। ব্রিটেনের এই পোশাক ব্র্যান্ডটি ২০০৮ সালে রিলায়্যান্স রিটেলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে।

Advertisement

ভারতে সংস্থার প্রধান বেণু নায়ারের দাবি, নামী ব্র্যান্ড হলেও দামের নিরিখে তাঁদের পণ্য মধ্যবিত্তের হাতের নাগালেই রয়েছে। স্থানীয় বাজারের চাহিদা অনুযায়ী জামাকাপড়ের দাম ও নক্শা, দুই পরিবর্তন করা হয়েছে বলে তাঁর দাবি। এবং তাতে সাড়াও ভাল পাওয়া গিয়েছে বলে তিনি জানান। ভারতে আপাতত মার্কস অ্যান্ড স্পেন্সার্সের মোট ৫৪টি বিপণি রয়েছে। বিপণি খোলার পাশাপাশি অনলাইন বাজারেও বিক্রি বাড়িয়েছে সংস্থা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement