Business

নকলের কারবারে ক্ষতি ১ লক্ষ কোটি 

শিল্প ক্ষেত্রের পরামর্শদাতা অ্যাসপার এক রিপোর্টে জানানো হয়েছে, ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে ভারতে নকল পণ্যের বাজার এক লাফে ২৪% বেড়েছে। আর তার জেরে অর্থনীতির ক্ষতি হয়েছে প্রায় ১ লক্ষ কোটি টাকা। ওইসিডি-র তথ্য বলছে, বিশ্ব বাণিজ্যের ৩.৩% এখন জাল পণ্যের কারবারিদের দখলে। 

Advertisement

সংবাদ সংস্থা 

মুম্বই শেষ আপডেট: ৩১ জুলাই ২০২০ ০৪:১২
Share:

প্রতীকী ছবি

সাধারণ মানুষ তো ঠকেছেনই, বড় ধাক্কা লেগেছে অর্থনীতিতেও। সমীক্ষায় দেখা যাচ্ছে, ভারতের বাজারে নকল পণ্যের দাপট বাড়ছে বছর বছর। আর করোনার সময়ে তা আরও জাঁকিয়ে বসেছে!

Advertisement

শিল্প ক্ষেত্রের পরামর্শদাতা অ্যাসপার এক রিপোর্টে জানানো হয়েছে, ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে ভারতে নকল পণ্যের বাজার এক লাফে ২৪% বেড়েছে। আর তার জেরে অর্থনীতির ক্ষতি হয়েছে প্রায় ১ লক্ষ কোটি টাকা। ওইসিডি-র তথ্য বলছে, বিশ্ব বাণিজ্যের ৩.৩% এখন জাল পণ্যের কারবারিদের দখলে।

তবে সমীক্ষায় সব থেকে আশঙ্কার যে তথ্যটি উঠে এসেছে তা হল, নকলের কারবারিদের নজর এখন শুধু দামি ভোগ্যপণ্যে আটকে নেই। গত ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নকল পণ্য সংক্রান্ত ১৫০টি ঘটনা সামনে এসেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল নকল পিপিই কিট, স্যানিটাইজ়ার, মাস্ক। করোনার হাত থেকে বাঁচতে এগুলির চাহিদা বাড়তেই সেই বাজারে থাবা বসিয়েছে চক্রগুলি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement