Ratan Tata Death

জাতীয় পতাকায় মোড়া প্রয়াত রতন টাটার মরদেহ পৌঁছল নরিম্যান পয়েন্টে, দুপুর পর্যন্ত শ্রদ্ধাজ্ঞাপন

দক্ষিণ মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে পৌঁছল রতন টাটার মরদেহ। দুপুর সাড়ে ৩টে পর্যন্ত এখানেই প্রয়াত শিল্পপতিকে শেষশ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৪ ১১:২৬
Share:

নরিম্যান পয়েন্টের ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টস (এনসিপিএ)-এ পৌঁছল রতন টাটার মরদেহ। ছবি: পিটিআই।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৪ ১২:০৫ key status

শেষশ্রদ্ধা জানাতে নরিম্যান পয়েন্টে তারকারা, সাধারণ মানুষও

রতন টাটাকে শেষশ্রদ্ধা নরিম্যান পয়েন্টে একে একে হাজির হচ্ছেন বলিউড তারকারা। বহু সাধারণ মানুষও হাজির হয়েছেন সেখানে। টাটার শেষকৃত্যে থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তা ছাড়াও বহু রাজনীতিক হাজির হবেন সেখানে।

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৪ ১১:৫৯ key status

কী বললেন সুধা মূর্তি?

রতন টাটার মৃত্যুতে শোকপ্রকাশ করেন সুধা মূর্তি। তিনি বলেন, “আমার জীবনে আমি ওঁর সঙ্গে দেখা করেছি। ওঁর সাধারণ জীবনযাপন, যত্নশীল ব্যবহার আমায় মুগ্ধ করেছে। অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি আর কখনও এমন কোনও মানুষের সাক্ষাৎ পায়নি।”

Advertisement
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৪ ১১:৫০ key status

শোকপ্রকাশ নেপালের প্রধানমন্ত্রীর

রতন টাটার মৃত্যুতে শোকপ্রকাশ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপিএস ওলি। 

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৪ ১১:২১ key status

নরিম্যান পয়েন্টে পৌঁছল রতন টাটার মরদেহ

দক্ষিণ মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে পৌঁছল রতন টাটার মরদেহ। দুপুর সাড়ে ৩টে পর্যন্ত এখানেই প্রয়াত শিল্পপতিকে শেষশ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ।

Advertising
Advertising
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৪ ১১:১৭ key status

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ৩টে পর্যন্ত টাটাকে শেষশ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার বিকেলে মহারাষ্ট্রের ওরলিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৪ ১১:১৫ key status

রতন টাটাকে শেষশ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ

প্রয়াত রতন টাটাকে শেষশ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার অশীতিপর এই শিল্পপতির মরদেহ শায়িত থাকবে মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে, ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টস (এনসিপিএ)-এ। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement