Jute Mill

আকাশছোঁয়া পাটের দরে আতঙ্ক

এ থেকে বাঁচানোর আর্জি জানিয়ে রাজ্যকে চিঠি দিয়েছে চটকল মালিকদের সংগঠন আইজেএমএ।

Advertisement

পিনাকী বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২০ ০৩:৩০
Share:

প্রতীকী ছবি।

বাড়তে বাড়তে কলকাতার বাজারে এই প্রথম কুইন্টালে ৬০০০ টাকা ছাড়াল কাঁচা পাটের দাম (টিডি-৫ মানের)। যে পাটে বস্তা তৈরি হয়। চটশিল্পের দাবি, লকডাউনে কারখানা বন্ধ থাকার ধাক্কা কাটার আগেই কাঁচা পাটের জোগানের অভাবে সিঁদুরে মেঘ দেখছিল তারা। কারণ এ বার উৎপাদনই কম হয়েছে। কিন্তু দর যে এত চড়বে ভাবা যায়নি।

Advertisement

সূত্রের খবর, এ থেকে বাঁচানোর আর্জি জানিয়ে রাজ্যকে চিঠি দিয়েছে চটকল মালিকদের সংগঠন আইজেএমএ।

একাংশের অভিযোগ, এ জন্য দায়ী বেআইনি মজুতদারিও। আর পাট ব্যবসায়ীদের দাবি, চাষে ক্ষতি ও চাষিরা সব পাট না-বেচায় জোগানে ঘাটতি থাকছে। ফলে বাড়ছে দাম। জুট কমিশনার মলয়চন্দন চক্রবর্তী জানান, জোগান বাড়িয়ে দর কমাতে মজুতের পরিমাণ ১৫০০ কুইন্টাল থেকে ৫০০ করার নির্দেশ জারি হয়েছে। আইজেএমএ-র প্রাক্তন চেয়ারম্যান সঞ্জয় কাজারিয়ার মত, এত দামে পাট কেনা অনেক চটকলের পক্ষেই সম্ভব নয়। এটা চললে উৎপাদন বন্ধ হবে।

Advertisement

চাহিদা-জোগানে ঘাটতির জেরে জুনে শহরে পাট ছিল কুইন্টালে প্রায় ৪৪০০ টাকা। তার পরে ক্রমাগত বেড়েছে। শিল্পের উদ্বেগ, কেন্দ্রের বরাত মাফিক বস্তা সরবরাহ কঠিন হবে এতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement