Barrackpore

ফের চটকল বন্ধের নোটিস, কর্মহীন ৪৫০০

দিন দু’য়েক আগে শ্যামনগরের উইভারলি জুটমিলও বন্ধ করে দেওয়া হয়। কাজ হারান প্রায় ২৫০০ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২০ ০৩:৪৫
Share:

—ফাইল চিত্র

ফের বন্ধ হয়ে গেল ব্যারাকপুর শিল্পাঞ্চলের আরও একটি চটকল। কর্মহীন হলেন প্রায় ৪৫০০ শ্রমিক।

Advertisement

রবিবার রাতে আচমকাই বন্ধ করে দেওয়া হয় ভাটপাড়ার রিলায়্যান্স জুটমিল। অভিযোগ, রাতের শিফটের শ্রমিকদের মিলে ঢুকতে দেওয়া হয়নি। রবিবার দিনভর শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে গোলমাল চলে। চটকল কর্তৃপক্ষ জানিয়েছেন, উৎপাদন কম হওয়ার কারণে তাঁরা মিল বন্ধ করতে বাধ্য হয়েছেন। তবে শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষ জোর করে দ্বিগুণ কাজ করাতে চাইছেন তাঁদের। সোমবার সকালে ক্ষুব্ধ শ্রমিকেরা মিলের সামনে ঘোষপাড়া রোড অবরোধ করেন। পুলিশ সকলকে বুঝিয়ে অবরোধ তোলে। গোলমালের আশঙ্কায় কারখানার আশেপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে।

দিন দু’য়েক আগে শ্যামনগরের উইভারলি জুটমিলও বন্ধ করে দেওয়া হয়। কাজ হারান প্রায় ২৫০০ জন। নোটিসে জানানো হয় কাঁচা পাটের অভাবে আপাতত চটকল বন্ধ রাখা হচ্ছে। কিন্তু শ্রমিকদের বক্তব্য, কাঁচা পাটের সমস্যা রয়েছে ঠিকই, কিন্তু তা এমন পর্যায়ে পৌঁছয়নি যে মিল বন্ধ করে দিতে হবে। সব মিলিয়ে গত দু’সপ্তাহে ব্যারাকপুর শিল্পাঞ্চলে চারটি চটকল বন্ধ হল।

Advertisement

এআইইউটিইউসি-র রাজ্য সম্পাদক অশোক দাসের বক্তব্য, রিলায়্যান্স জুট মিল পরিকল্পিত ভাবে বন্ধ করে শ্রমিকদের কর্মহীন করা হয়েছে। অবিলম্বে কারখানা খোলার ব্যবস্থা করতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement