কার্লোস ঘোসন। — ফাইল চিত্র
আর্থিক অনিয়মে অভিযুক্ত ও জাপান থেকে ‘পলাতক’ নিসানের প্রাক্তন চেয়ারম্যান কার্লোস ঘোসনকে গ্রেফতারের জন্য লেবাননকে নোটিস পাঠাল ইন্টারপোল।
বিশ্বে গাড়ি শিল্পের অন্যতম অগ্রণী ওই কর্তা ২০১৮ সালের শেষে আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেফতার হওয়ার পরে গোটা বিশ্ব চমকে গিয়েছিল। কিন্তু জামিনের শর্ত অনুযায়ী কড়া নজরদারির মধ্যেও কী ভাবে তিনি জাপান থেকে বেরলেন, এখন চর্চা চলছে তা নিয়েই। সংশ্লিষ্ট সূত্রের খবর, আদালতের নির্দেশে তিনটি পাসপোর্ট জমা থাকলেও তাঁর কাছে আরও একটি ফরাসি পাসপোর্টও ছিল। সম্ভবত সেটি ব্যবহার করেই তিনি জাপান ছাড়েন। এই অভিযান তিনি একাই চালিয়েছেন বলে দাবি ঘোসনের।
সূত্রের খবর, ২৯ ডিসেম্বর রাতে ব্যক্তিগত বিমানে জাপান থেকে ইস্তানবুলে পৌঁছন ঘোসন। সেখান থেকে ফরাসি পাসপোর্ট ব্যবহার করেই যান লেবানন।