Adani Group

আদানি ক্যাপিটালকে কিনছে বেন

আদানি ক্যাপিটাল মূলত ছোট শিল্পে, কম দামি বাড়ির জন্য ঋণ দিত। তবে সংশ্লিষ্ট মহলের দাবি, ছ’বছর আগে সেটি চালু হওয়ার পরে আর্থিক পরিষেবা ক্ষেত্রে তেমন ছাপ ফেলতে পারেনি।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৩ ০৫:০৯
Share:

গৌতম আদানি। —ফাইল চিত্র।

আদানি ক্যাপিটালের ৯০% অংশীদারি কিনে নিচ্ছে আন্তর্জাতিক লগ্নি সংস্থা বেন ক্যাপিটাল। ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফসি) হিসেবে কাজ করে আদানি গোষ্ঠীর এই সংস্থাটি। যার হাতবদলের মাধ্যমে আর্থিক পরিষেবা ব্যবসা থেকে পুরোপুরি সরে যাচ্ছেন গৌতম আদানি। ওই সংস্থায় তাঁর পরিবারের ব্যক্তিগত লগ্নির পুরোটা কিনে নেবে বেন। এ জন্য রবিবার চুক্তি হওয়ার কথা ঘোষণা করেছে বেন।

Advertisement

আদানি ক্যাপিটাল মূলত ছোট শিল্পে, কম দামি বাড়ির জন্য ঋণ দিত। তবে সংশ্লিষ্ট মহলের দাবি, ছ’বছর আগে সেটি চালু হওয়ার পরে আর্থিক পরিষেবা ক্ষেত্রে তেমন ছাপ ফেলতে পারেনি। হাতবদলের অঙ্ক জানানো হয়নি। তবে সূত্রের খবর, প্রায় ১৬০০ কোটি টাকায় সংস্থাটিকে কিনে নিচ্ছে বেন। তবে আদানি ক্যাপিটালের চিফ এগ্‌জ়িকিউটিভ থাকছেন গৌরব গুপ্তাই। বেন সংস্থার বৃদ্ধির জন্যে আর্থিক ভাবে আরও খানিকটা দায়বদ্ধ থাকবে বলে জানিয়েছে।

প্রসঙ্গত, সংশ্লিষ্ট মহলের মতে হিন্ডেনবার্গের রিপোর্টে আদানি গোষ্ঠীর সংস্থাগুলির বিরুদ্ধে শেয়ার দরে প্রতারণার অভিযোগ সামনে আসার পরে এ বার ভাবমূর্তি উদ্ধার মরিয়া গৌতম আদানি। নতুন লগ্নি করে, ঋণ শোধ করে সেই চেষ্টা করছেন প্রাণপণ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement