Christine Lagarde

রেকর্ড হারে সুদ বাড়ল ইউরোপে

আগামী দিনেও সুদ বৃদ্ধির ধারা বহাল রাখা হবে। ফলে ধাক্কা খেতে পারে অর্থনীতি। যে কথা এর আগে বলেছিল আমেরিকার শীর্ষ ব্যাঙ্ক ফেডারাল রিজ়ার্ভ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২২ ০৭:০০
Share:

ইসিবি-র প্রধান ক্রিস্টিন ল্যাগার্দে ফাইল ছবি

৮ সেপ্টেম্বর: মূল্যবৃদ্ধি যুঝতে রেকর্ড হারে সুদ বাড়াল ইউরোপীয় সেন্ট্রাল ব্যাঙ্ক (ইসিবি)। যে ১৯টি দেশ ইউরো ব্যবহার করে, তাদের ক্ষেত্রে ১৯৯৯ সালে মুদ্রাটি চালুর পরে কখনও এ বারের মতো ৭৫ বেসিস পয়েন্ট হারে সুদ বাড়েনি। সেই সঙ্গে ইসিবি-র প্রধান ক্রিস্টিন ল্যাগার্দের হুঁশিয়ারি, আগামী দিনেও সুদ বৃদ্ধির ধারা বহাল রাখা হবে। ফলে ধাক্কা খেতে পারে অর্থনীতি। যে কথা এর আগে বলেছিল আমেরিকার শীর্ষ ব্যাঙ্ক ফেডারাল রিজ়ার্ভ। বিশেষজ্ঞদের মতে, এর জেরে ইউরোপে মন্দার আশঙ্কাও থাকছে।

Advertisement

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে অগস্টে ইউরোপীয় অঞ্চলের মূল্যবৃদ্ধি হয়েছে ৯.১%। কারখানা, বিদ্যুৎ উৎপাদন, ঘর গরম রাখার জন্য জরুরি প্রাকৃতিক গ্যাসের খরচ বেড়েছে ১০ গুণেরও বেশি। এই অবস্থায় ১১ বছর পরে গত জুলাইয়ে প্রথম সুদ বাড়ানোর পথে হেঁটেছিল ইসিবি। তার পরে এত বেশি হারে সুদ বাড়াল তারা।

ল্যাগার্দে জানিয়েছেন, মূল্যবৃদ্ধি তথা বিদ্যুতের খরচ এমন জায়গায় পৌঁছেছে যে চাহিদা ধাক্কা খাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তার উপরে সুদ বাড়লে মানুষ আরও বেশি হাত গুটিয়ে থাকবেন। এর জেরে বছরের বাকি মাসগুলিতে অর্থনীতির গতি শ্লথ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, অর্থনীতিতে ধাক্কা লাগবে জেনেও সুদ বাড়ানোর কথা বলেছেন ফেডের প্রধান জেরোম পাওয়েল। সেই কথা জানালেন ল্যাগার্দেও। ফলে বছর শেষে বা ২০২৩ সালের শুরুতে ফের মন্দার মুখ দেখতে পারে ইউরোপ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement