ফাইল চিত্র।
দেশের অর্থনীতিকে করোনার বাঁধন থেকে মুক্ত করে ঘুরিয়ে দাঁড় করাতে পরিকাঠামো শিল্পের দিকে বেশি করে জোর দিচ্ছে কেন্দ্র। দাবি, যার হাত ধরে বিনিয়োগ যেমন আসবে, তেমনই বাড়বে কর্মসংস্থান। শনিবার মহারাষ্ট্র চেম্বার অব কমার্সের এক অনুষ্ঠানে কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী জানালেন, এই পরিকল্পনার অধীনে জাতীয় সড়ক-সহ বিভিন্ন পরিকাঠামো প্রকল্পে বিনিয়োগ করার ব্যাপারে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি আগ্রহ প্রকাশ করছে। কিন্তু কেন্দ্রের পরিকল্পনা অন্য। মোদী সরকার চায় সাধারণ লগ্নিকারীদের থেকে ছোট ছোট অঙ্কের পুঁজি সংগ্রহ করতে। বাজার নিয়ন্ত্রক সেবি অনুমোদন দিলে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হবে।
এ দিন গডকড়ী জানান, তাঁর মন্ত্রক বছরে প্রায় ৫ লক্ষ কোটি টাকার কাজ করে। বড় অঙ্কের বহু কাজ হয় মন্ত্রকের অধীনে। সে কারণে আগ্রহ দেখায় বিদেশি লগ্নিকারীরা। তবে মন্ত্রীর দাবি, ধনীদের আরও বিত্তশালী করতে চান না তাঁরা। বরং কেন্দ্রের প্রকল্পগুলিতে যাতে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ে, সে ব্যাপারেই এখন আগ্রহী সরকার। পরিকল্পনা অনুযায়ী, সরকারি গ্যারান্টিযুক্ত পরিকাঠামো প্রকল্পগুলিতে সাধারণ লগ্নিকারীদের থেকে ন্যূনতম ১ লক্ষ টাকা করে সংগ্রহ করা হবে। দেওয়া হবে বার্ষিক ৮% নিশ্চিত সুদ। যে রিটার্ন ব্যাঙ্কের সাধারণ লগ্নি পরিকল্পনাগুলির চেয়ে বেশি। গডকড়ী বলেন, ‘‘বিত্তশালীকে আরও বিত্তশালী করার ব্যাপারে আমার কোনও আগ্রহ নেই। পরিবর্তে কৃষক, কনস্টেবল, সরকারি কর্মীদের থেকে পুঁজি সংগ্রহ করব আমরা।’’ তিনি আরও জানান, জাতীয় সড়ক কর্তৃপক্ষও (এনএইচএআই) ৫.৭৫%-৫.৮৫% সুদে পুঁজি সংগ্রহ করছে।