ফের হতাশ করল শিল্পোৎপাদন বৃদ্ধির হার। শুক্রবার কেন্দ্র প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, মে মাসে তা দাঁড়াল ২.৭%। গত বছর একই সময়ে ওই হার ছিল ৫.৬%। আর চলতি বছরের এপ্রিলে ৩.৩৬% (সংশোধিত)। মূলত উৎপাদন শিল্পের খারাপ ফলের জেরেই মে মাসে শিল্প বৃদ্ধির হার কমেছে বলে জানিয়েছে পরিসংখ্যান। ফলে এ দিন রিজার্ভ ব্যাঙ্কের কাছে ফের সুদ কমানোর জোরালো দাবি তুলেছে শিল্পমহল।
প্রসঙ্গত, শিল্প ক্ষেত্রের ৭৫ শতাংশের বেশি জুড়ে থাকে উৎপাদন শিল্প। মে মাসে যা বেড়েছে মাত্র ২.২%। সরাসরি কমেছে ভোগ্যপণ্যের উৎপাদন (১.৬%)। মূলধনী পণ্যের উৎপাদনও সে ভাবে বাড়েনি। সামগ্রিক ভাবে যা চিন্তায় রেখেছে শিল্পকে। তবে সংস্কার পরিকল্পনা কার্যকর হলে শিল্প বৃদ্ধির হার বাড়বে বলেই আশা।