—প্রতীকী চিত্র।
সিকিমের পাকিয়ং থেকে দেশের বিভিন্ন শহরে উড়ান পরিষেবা দিতে আগ্রহী ইন্ডিগো। এ নিয়ে দিল্লিতে বিমানবন্দর কর্তৃপক্ষের (এএআই) সঙ্গে কথা চলছে তাদের। এ সপ্তাহেই সংস্থার প্রতিনিধি দলের সিকিমে যাওয়ার কথা। সূত্রের খবর, পাকিয়ং থেকে দিল্লি, হায়দরাবাদ, কলকাতা ও মুম্বই থেকে কলকাতা হয়ে বারাণসী— এই রুটগুলি খতিয়ে দেখা হচ্ছে। অক্টোবর থেকে শুরু হতে চলা পর্যটন মরসুমে নতুন রুট চালুর আশা।
পাকিয়ং বিমানবন্দরের অধিকর্তা এস কে সিংহ বলেন, ‘‘একাধিক রুট নিয়ে কথা চলছে। সিকিমে সংস্থার প্রতিনিধিরা আসছেন। দ্রুত নতুন রুট ঘোষণা হতে পারে।’’ বিমানবন্দর সূত্রের খবর, এখন পাকিয়ং থেকে দিল্লি ও কলকাতার বিমান চালাচ্ছে অন্য এক সংস্থা। নেপালের একটি সংস্থার সঙ্গে কাঠমান্ডু থেকে পাকিয়ং উড়ান নিয়ে কথা শুরু হয়েছে। এএআইয়ের কর্তারা জানান, দু’বছরে বাগডোগরা বিমানবন্দরের চেহারা বদলে যাবে। এই অঞ্চলের দ্বিতীয় বাণিজ্যিক বিমানবন্দর পাকিয়ং থেকে নানা প্রান্তে বিমান চালু হলে পরিষেবায় জুড়তে পারে বাগডোগরা। সংস্থার প্রতিনিধির বক্তব্য, ভাড়া নিয়ন্ত্রণে রেখে একাধিক রুটে পাকিয়ং, বাগডোগরা ধরে বিমান চললে তা লাভজনক হতে পারে।