Indian Railways

Indian Railways: এক ফ্রেমে গোটা ট্রেন! সবুজের মাঝে সবুজ লোকালের ছবি নিয়ে হইচই

ছবিটি সম্প্রতি টুইট করেছে রেলমন্ত্রক। আর তা নিয়ে নেটমাধ্যমে হইচই চলছে। এক ঝলকে দেখে এটাকে বাংলার কোনও প্রান্তর বলে মনে হলেও তা নয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৪১
Share:

ছবিটি টুইট করেছে রেল মন্ত্রক।

এটা কোথাকার লোকাল ট্রেন? কোন রুটে চলে এই ট্রেনটি? নীল আকাশে নীচে কোথায় এমন সবুজ প্রান্তর? কোথায় এমন সাদা মেঘের স্রোত? এমন অনেক প্রশ্নই মাথায় এনে দেয় এই ছবি। সেই সঙ্গে প্রশ্ন আসে কোথা থেকে তোলা হল এই ছবি? একই ফ্রেমে একটা নয় বগির গোটা ট্রেনের ছবির সঙ্গে আকাশ আর প্রকৃতিকে ধরা তো আর ছেলেখেলা নয়!

Advertisement

এই ছবিটি সম্প্রতি টুইট করেছে রেলমন্ত্রক। আর তা নিয়ে নেটমাধ্যমে হইচই চলছে। এক ঝলকে দেখে এটাকে বাংলার কোন প্রান্তর বলে মনে হলেও তা নয়। রেল জানিয়েছে এটি দক্ষিণ রেলের একটি লোকাল ট্রেন। চেন্নাই ডিভিশনের গুমিদিপুন্ডি রেল স্টেশনের কাছে সবুজ আর নীলের সমারোহের মধ্য দিয়ে যাওয়া ছবিটি কে তুলেছেন তাও জানিয়েছে রেল। টুইটে লেখা হয়েছে ছবি সৌজন্যে যুবরাজন। তবে চিত্রগ্রাহকের আরও কোনও পরিচয় দেওয়া হয়নি। তবে ছবির একটি নাম দেওয়া হয়েছে— ‘মনোরম’।

রেল মন্ত্রক ছবিটি টুইট করে ২০ ফেব্রুয়ারি। এর পর থেকে লাইক পড়েছে অনেক। শেয়ারও করেছেন অনেকে। সেই সঙ্গে ‘মনোরম’ ছবি নিয়ে মনোরম মন্তব্যও করেছেন অনেকে। সেই মন্তব্যের মধ্যেই একজন লিখেছেন, ‘বাংলার মতো দেখতে’। কিন্তু আদতে এ বাংলা নয়, তামিলনাড়ু।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement