India Postal Services

জীবন প্রমাণে দুয়ারে ডাকঘর

সরকারি মহলের দাবি, প্রতি জেলা ডাকঘরের পক্ষ থেকে পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, পেনশনপ্রদানকারী ব্যাঙ্ক বা ডাকঘর ও আধার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে এই প্রক্রিয়া চালানো হবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৮:০৮
Share:

—প্রতীকী চিত্র।

এ বছরও ডাক বিভাগের সহায়তায় পেনশনভোগীদের বাড়িতে বসে লাইফ সার্টিফিকেট জমার সুবিধা আনল কেন্দ্র। শুক্রবার কর্মীবর্গ মন্ত্রক জানিয়েছে, পেনশন অ্যান্ড পেনশনার্স ওয়েলফেয়ার বিভাগ এই কাজ করবে। দেশের সব জেলা সদর ও প্রথম সারির
শহরে নভেম্বরের ৩০ দিন ধরে সুবিধাটি মিলবে। যার পোশাকি নাম ‘ডিজিটাল লাইফ সার্টিফিকেট ক্যাম্পেন ৩.০’।

Advertisement

সরকারি মহলের দাবি, প্রতি জেলা ডাকঘরের পক্ষ থেকে পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, পেনশনপ্রদানকারী ব্যাঙ্ক বা ডাকঘর ও আধার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে এই প্রক্রিয়া চালানো হবে। ডাকঘরের প্রতিনিধিরা পেনশনভোগীর বাড়িতে গিয়ে আধার পরিচয়পত্র মারফত তা জমা নেবেন। সে ক্ষেত্রে আঙুলের ছাপ কিংবা মুখাবয়বের ছবি (ফেস অথেনটিকেশন), বায়োমেট্রিক তথ্য হিসেবে দু’টিই যাচাইয়ের ব্যবস্থা
থাকবে। চাইলে জেলা ডাকঘরে এসে মোবাইলে ‘ফেস অথেনটিকেশন’-এর মাধ্যমে জীবন প্রমাণ দেওয়া যাবে।

সংশ্লিষ্ট সব মন্ত্রক এবং বিভাগকে দেড় মাস ধরে সব রকম মাধ্যমে এই প্রকল্পটির নিয়মিত প্রচারের পরামর্শ দিয়েছে কেন্দ্র। যাতে আরও বেশি মানুষ
এর কথা জানতে পারেন। সংশ্লিষ্ট ডাকঘরের পক্ষ থেকে এলাকাভিত্তিক শিবির করেও পরিষেবাটি দেওয়া যেতে পারে বলে জানানো হয়েছে।

Advertisement

লাইফ সার্টিফিকেট ব্যাঙ্ক-ডাকঘরে গিয়ে বা নেটে জমা হয়। বাড়িতে
বসেও জমা দেওয়া যায়। ২০২৩-এ
‘ডিজিটাল লাইফ সার্টিফিকেট ক্যাম্পেন
২.০’-তে ১০০টি শহরের প্রায় ১.৪৫ কোটি পেনশনভোগী সেই সুবিধা নেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement