প্রতীকী চিত্র।
দেশের বাণিজ্যিক ব্যাঙ্কগুলির মোট অনুৎপাদক সম্পদের (এনপিএ) অঙ্ক এখন ৯ লক্ষ কোটি টাকা। লকডাউনের জেরে এই অঙ্ক বিপুল ভাবে বাড়বে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট সমস্ত পক্ষ। এই পরিস্থিতিতে সরকারি-বেসরকারি ব্যাঙ্কগুলির এনপিএ-র বোঝা সামলাতে পৃথক একটি সংস্থা বা ‘ব্যাড ব্যাঙ্ক’ নিয়ে ভাবনাচিন্তা শুরু করলেন ব্যাঙ্কের শীর্ষকর্তারা। স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান রজনীশ কুমার জানিয়েছেন, ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের (আইবিএ) আলোচনায় অনেক ব্যাঙ্কের প্রধানই এ বিষয়ে মত দিয়েছেন। বাকিদের মত জানাতে বলা হয়েছে। পরিকল্পনা চূড়ান্ত হলে ব্যাঙ্ক কর্তারা অর্থ মন্ত্রকের কাছে দরবার করবেন। এর আগেও একাধিক বার বিষয়টি উঠেছিল ব্যাঙ্ক শিল্প ও প্রশাসনিক মহলে।
করোনা-সঙ্কটে ব্যবসা-বাণিজ্য ধাক্কা খেয়েছে। ফলে শিল্পের পক্ষে ব্যাঙ্কের ঋণ শোধ করা কঠিন হতে পারে। সে ক্ষেত্রে ব্যাঙ্কের এনপিএ-র বোঝা ভারী হবে। ব্যাঙ্ক কর্তাদের প্রাথমিক ভাবনা, এই সমস্যার সমাধানে একটি সম্পদ পুনর্গঠন সংস্থা (ব্যাড ব্যাঙ্ক) তৈরি করা হোক, যারা ব্যাঙ্কের থেকে এনপিএ কিনে নেবে। তার পরে সেগুলি বিক্রি করে টাকা উদ্ধারের চেষ্টা করবে।
আরও পড়ুন: ঋণের জোগান কি যথেষ্ট? সংশয় পরিসংখ্যানে
এগোয়নি গাড়ি বাতিলের নীতি, ‘ক্লান্ত’ খোদ মন্ত্রীই
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)