প্রতীকী ছবি।
অর্থনীতির বহর করোনার আগের অবস্থাকে ছাপিয়ে যেতে পারলেও ব্যক্তিগত খরচ ও লগ্নির চাহিদা শক্তপোক্ত হতে এখনও দেরি আছে বলে জানাল ইন্ডিয়া রেটিংস অ্যান্ড রিসার্চ।
বৃহস্পতিবার মূল্যায়ন সংস্থাটি তাদের রিপোর্টে জানিয়েছে, ২০২২-২৩ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার হতে পারে ৭.৬%। এমনকি, জানুয়ারি-মার্চে করোনার তৃতীয় ঢেউ যদি অর্থনীতিকে প্রত্যাশার তুলনায় বেশি ধাক্কা দেয়, তা হলে সেই নিচু ভিতের নিরিখে পরের অর্থবর্ষের বৃদ্ধির হার হয়তো আরও কিছুটা বেশি হবে। হয়তো বা পৌঁছে যেতে পারে ২০১৯-২০ অর্থবর্ষে জিডিপি যে জায়গায় ছিল, তারও ৯.১% উপরে। কিন্তু সেই উন্নতিকে সার্বিক ভেবে নেওয়ার সময় আসেনি। রিপোর্টে জানানো হয়েছে, করোনার অনুপস্থিতিতে অর্থনীতি তার স্বাভাবিক গতিতে এগোলে যে জায়গায় থাকত, বাস্তবে ২০২২-২৩ অর্থবর্ষে থাকবে তার তুলনায় ১০.২% নীচে। আর সেই নিরিখে ব্যক্তিগত খরচ এবং লগ্নির চাহিদা পৌঁছবে ৪৩.৪% এবং ২১ শতাংশে। ঠিক যে পরিস্থিতির কথা এক দিন আগেই বলেছে আর এক মূল্যায়ন সংস্থা ইক্রা।
ইন্ডিয়া রেটিংসের অর্থনীতিবিদ সুনীল কুমার সিন্হা জানান, এই পরিস্থিতিতে বৃদ্ধির চাকায় গতি আনার দিকে বেশি করে নজর দিতে হবে কেন্দ্র এবং রিজ়ার্ভ ব্যাঙ্ককে। সরকারকে যেমন রাজকোষ ঘাটতিকে আঁটোসাঁটো করার ব্যাপারে বেশি তাড়াহুড়ো করলে চলবে না, তেমনই শীর্ষ ব্যাঙ্কেরও উচিত উঁচু মূল্যবৃদ্ধি সত্ত্বেও সুদের হার এখনই বাড়ানোর পথে না হাঁটা।