জি-২০ শীর্ষ সম্মেলনের আগে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে কথা বলতে ভারতে আসছেন আমেরিকার বিদেশ সচিব মাইক পম্পেয়ো। তার আগে ১৬ জুন থেকেই ২৯টি মার্কিন পণ্যে দিল্লি আমদানি শুল্ক বসাতে চলেছে বলে সংশ্লিষ্ট সূত্রে খবর। যার মধ্যে থাকতে পারে, বাদাম, আখরোট, আপেল, ইস্পাত ইত্যাদি।
শুক্রবার কিরিঘিজিস্তানের বিশেকেকে ‘সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন’ সম্মেলনের মঞ্চে মুক্ত বাণিজ্যের পক্ষে সওয়াল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধিতা করেছেন বাণিজ্যে দেওয়াল তোলার। কিন্তু তারই মধ্যে সরকারি সূত্রে খবর, বেশ কিছু মার্কিন পণ্যে ভারত শুল্ক বাড়াতে চলেছে। এক বছর আগে কেন্দ্র এই শুল্ক বসানোর কথা বললেও, তা কার্যকর করার সিদ্ধান্ত বার বার পিছিয়েছে। কিন্তু এ বার তা কার্যকর হতে পারে বলে খবর।
বাণিজ্য মন্ত্রক সরাসরি এ নিয়ে মুখ খোলেনি। তবে অনেকের মতে, ৫ জুন থেকে ভারতকে রফতানিতে দেওয়া শুল্ক ছাড়-সহ বিভিন্ন সুবিধা প্রত্যাহার করেছে আমেরিকা। তারই পাল্টা হিসেবে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে সরকার।