Reliance

কর্মীদের বেতন ছাঁটছে রিলায়্যান্সও 

নিজেও এখন বেতন নেবেন না। তাঁর বেতন বছরে ১৫ কোটি টাকা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ মে ২০২০ ০২:৩১
Share:

ছবি রয়টার্স।

করোনার থাবায় বিশ্ব জুড়ে তেলের চাহিদা কমেছে। সেই ধাক্কায় গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে (জানুয়ারি-মার্চ) রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের (আরআইএল) নিট মুনাফা ৩৭% কমল। দাঁড়াল ৬৫৪৬ কোটি টাকায়। তবে তাদের টেলিকম ব্যবসা জিয়োর মুনাফা ১৭৭% বেড়ে ২৩৩১ কোটিতে পৌঁছেছে। যদিও সংশ্লিষ্ট মহলের মতে, আরআইএলের তেল ব্যবসার লোকসান সামলাতে অন্য ব্যবসা যথেষ্ট নয়। সংস্থার ধারও প্রায় ১.৬১ লক্ষ কোটি। তবে সূত্রের খবর, ধাক্কা লাগতে না লাগতেই দেশের ধনীতম ব্যক্তি ও বৃহত্তম সংস্থার কর্ণধার মুকেশ অম্বানী কর্মীদের একাংশের বেতন ১০-৫০ শতাংশ ছাঁটছেন। নিজেও এখন বেতন নেবেন না। তাঁর বেতন বছরে ১৫ কোটি টাকা।

Advertisement

মুকেশ অবশ্য সংস্থার ফলে খুশি। ধার কমানোর বার্তাও দিয়েছেন। যে চেষ্টায় ইতিমধ্যেই প্রায় ৪৩,৫৭৪ কোটি টাকায় ফেসবুককে জিয়ো প্ল্যাটফর্মের ৯.৯৯% অংশীদারি বেচার চুক্তি করেছেন। এগোচ্ছেন সৌদি আ্যারামকো-কে তেল ব্যবসার অংশীদারি বেচতে। জিয়ো প্ল্যাটফর্মের আরও অংশীদারি হাতবদলের কথা চালাচ্ছেন। ব্রিটেনের বিপি-কে তেলের পাম্প ব্যবসার ৪৯% বেচে সিন্দুকে আনছেন ৭০০০ কোটি (এ দিনই সায় দিয়েছে প্রতিযোগিতা কমিশন)। আরআইএল রাইটস ইসু ছেড়ে ৫৩,১২৫ কোটি টাকা (যা দেশে বৃহত্তম) বাজার থেকে তুলতে চলেছে। শেয়ারহোল্ডাররা প্রতি ১৫টি শেয়ার পিছু একটি ওই শেয়ার কিনতে পারবেন। প্রতি শেয়ারের দাম ১২৫৭ টাকা। গত অর্থবর্ষের জন্য শেয়ারে ৬.৫০ টাকা ডিভিডেন্ডও মিলবে।

ফেসবুক-জিয়ো জোট বাজারে একাধিপত্য কায়েম করবে বলে ফের তোপ দেগেছে সঙ্ঘ পরিবারের সংগঠন স্বদেশি জাগরণ মঞ্চ।

Advertisement

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement