ইন্ডিগোর পর এ বার বিমান টিকিট বাতিলের খরচ বাড়াল স্পাইসজেট। সংস্থা জানিয়েছে, ঘরোয়া উড়ানে তা বেড়ে হয়েছে ২,২৫০ টাকা ও আন্তর্জাতিক উড়ানে নতুন হার ২,৫০০ টাকা। সম্প্রতি টিকিট বাতিলের খরচ বাড়িয়ে ২,২৫০ টাকা করেছে ইন্ডিগোও। তবে এই পুরো বিষয়টি নিয়ে বিমান পরিষেবা সংস্থাগুলির মন্তব্য চেয়ে পাঠিয়েছে বিমান পরিবহণ নিয়ন্ত্রক ডিজিসিএ। ফেব্রুয়ারিতে সংস্থাগুলি এক দফা টিকিট বাতিলের খরচ বাড়িয়েছে। তার পর ফের কেন এপ্রিলে তা বাড়ানো হল, তা জানতে চেয়েছে তারা। সংস্থাগুলি যোগসাজশ করে বাতিলের খরচ বাড়াচ্ছে, এই অভিযোগে প্রতিযোগিতা কমিশনে যাওয়ার কথা জানিয়েছে বিমান যাত্রীদের সংগঠন এপিএআই।