প্রতীকী ছবি। শাটারস্টক।
২০১৮-’১৯ আর্থিক বর্ষে আয়কর রিটার্ন (আইটিআর) ফাইল করার জন্য অতিরিক্ত এক মাস সময় দিল সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি)। এই অর্থবর্ষে আয়কর রিটার্ন ফাইল করার সময়সীমা ৩১ জুলাই থেকে বাড়িয়ে ৩১ অগস্ট করা হয়েছে বলে মঙ্গলবার জানানো হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে।
আইটিআর ফাইলের দিন বৃদ্ধির জন্য বিভিন্ন মহল থেকে আবেদন করা হয়েছিল। ২০১৮-১৯ অর্থবর্ষে ট্যাক্স ডিডাকটেড অ্যাট সোর্স বা টিডিএস স্টেটমেন্ট ইস্যু করতে দেরি হয়েছিল। টিডিএস ফর্ম ১৬ জমা দেওয়ার সময়সীমা ২৫ দিন বাড়িয়ে করা হয়েছিল ১০ জুলাই পর্যন্ত। তার পরই আয়কর রিটার্ন ফাইল করার সময়সীমা বাড়ানোর দাবি ওঠে।
সেই দাবি মেনেই এই সময় বৃদ্ধি করা হয়েছে। এই সিদ্ধান্তে অনেকে উপকৃত হবেন বলে আশা করছেন বিশেষজ্ঞরা।
ইনকাম ট্যাক্স রিটার্ন নিয়ে এই নিয়ম গুলি জানেন?
আরও পড়ুন: বাড়বে মোটে ২ টাকা
আরও পড়ুন: বৃদ্ধি ছাঁটল আইএমএফ, কাঠগড়ায় সেই চাহিদা