Nirmala Sitharaman

কর কমানো, শূন্য পদে নিয়োগের দাবি

গত বছর অর্থমন্ত্রীর ডাকা প্রাক বাজেট বৈঠক বয়কট করেছিল অধিকাংশ ট্রেড ইউনিয়ন। সিটুর সাধারণ সম্পাদক তপন সেন বলেন, ‘‘গত বছর সামনাসামনি বৈঠক করতে অস্বীকার করেন অর্থমন্ত্রী। প্রত্যেক ইউনিয়নকে ৫ মিনিট করে সময় দেওয়া হয়।”

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ জুন ২০২৪ ০৬:৫৫
Share:

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। —ফাইল চিত্র।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে প্রাক বাজেট বৈঠকে চাকরিজীবীদের করের হার কমানো, পুরনো পেনশন ব্যবস্থা ফিরিয়ে আনা, রেল ও বিভিন্ন সরকারি সংস্থায় খালি পদ পূরণ, কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠন-সহ একগুচ্ছ দাবি তুলে ধরলেন ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরা। পেশ করলেন ১৬ দফা দাবিসনদ।

Advertisement

গত বছর অর্থমন্ত্রীর ডাকা প্রাক বাজেট বৈঠক বয়কট করেছিল অধিকাংশ ট্রেড ইউনিয়ন। সিটুর সাধারণ সম্পাদক তপন সেন বলেন, ‘‘গত বছর সামনাসামনি বৈঠক করতে অস্বীকার করেন অর্থমন্ত্রী। প্রত্যেক ইউনিয়নকে ৫ মিনিট করে সময় দেওয়া হয়। তাই অনলাইন বৈঠক বয়কট করেছিলাম। এ বার তিনি সরাসরি আমাদের সঙ্গে বৈঠক করেছেন। প্রায় আড়াই ঘণ্টা কথা হয়েছে।’’ তিনি জানান, ‘‘চাকরিজীবীদের কর ছাঁটার দাবি জানিয়ে বলেছি, উৎসাহ দেওয়ার নামে বেশ কিছু সংস্থাকে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হলেও তেমন সুফল মেলেনি। বাড়েনি কর্মসংস্থান।’’

বিএমএসের সাধারণ সম্পাদক রবীন্দ্র হিমতে বলেন, ‘‘পিএফের পেনশন কমপক্ষে ৫০০০ টাকা করার দাবি জানিয়েছি। তা অবসরের সময়ের বেতনের ৫০% করার পাশাপাশি ডিএ দেওয়ার দাবিও জানানো হয়েছে।’’ আইএনটিইউসি-র সহ-সভাপতি অশোক সিংহ বলেন, ‘‘সরকারি সংস্থার খালি পদে দ্রুত নিয়োগের দাবি জানিয়েছি।’’ বিড়ি শ্রমিকদের সুরাহা চেয়েছেন টিইউসিসি-র সাধারণ সম্পাদক এস পি তিওয়ারি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement