প্রতীকী ছবি।
আগামী ২০২৬-২৭ সালে ভারত পাঁচ লক্ষ কোটি ডলারের অর্থনীতিতে পরিণত হবে বলে ফের জানালেন কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন। তাঁর মতে, অন্যান্য সম্ভাবনাময় দেশের তুলনায় ভারত এখন ভাল জায়গায় দাঁড়িয়ে। এখন দেশের অর্থনীতির মাপ ৩.৩ লক্ষ কোটি ডলার। ফলে ওই লক্ষ্য চার বছরের মধ্যে ছোঁয়া যাবে।
তবে ফিচ রেটিংসের মতে, এখনও অর্থনীতির সামনে মূল্যবৃদ্ধির মতো বড় চ্যালেঞ্জ রয়েছে। আছে সুদ বৃদ্ধির কারণে মানুষের সমস্যায় পড়ার মতো বিষয়ও। যার জেরে চাহিদা ধাক্কা খেতে পারে। সেই সঙ্গে কাঁচামালের দাম বৃদ্ধি, জোগান ও সরবরাহে সমস্যা এবং বিশ্ব জুড়ে সুদের হার বাড়ানোর খবরেও চিন্তায় রাখছে। তবে করোনার ধাক্কা কাটিয়ে এপ্রিল-জুনে চাহিদা আগের তুলনায় মাথা তুলেছে বলেও জানিয়েছে মূল্যায়ন সংস্থাটি।
উল্লেখ্য, মোদী সরকারের লক্ষ্য ছিল ২০২৩-২৪ সালের মধ্যে দেশকে পাঁচ লক্ষ কোটি ডলারের অর্থনীতিতে নিয়ে যাওয়া। কিন্তু অর্থনীতির ঝিমুনি ও করোনার ধাক্কায় সেই লক্ষ্য পূরণ করা সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞদের। আন্তর্জাতিক অর্থভান্ডারের পূর্বাভাস তুলে ধরে অনন্ত বলেছিলেন, তারা জানিয়েছে এতে ২০২৬-২৭ সাল হয়ে যাবে। যা নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করে একে ‘গোলপোস্ট বদলের’ সঙ্গে তুলনা করেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। তবে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরের দাবি ছিল, ২০২৬ সালের মধ্যে সেই মাইলফলক ছোঁবে ভারত।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।