Foreign Investments

বছরভর ২.৪ লক্ষ কোটির বিদেশি পুঁজি

শেয়ার সংক্রান্ত উপদেষ্টা সংস্থা ফিডেল ফোলিয়ো-র প্রতিষ্ঠাতা কিশলয় উপাধ্যায়ের দাবি, আগামী দিনেও এ দেশে বিদেশি লগ্নির জোয়ার বহাল থাকতে পারে। তবে তারা হয়তো পুঁজি ঢালার ক্ষেত্রে আগের থেকে অনেক বেশি বাছাই করে এগোবে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৪ ০৪:৩৯
Share:

—প্রতীকী চিত্র।

ভারতের শেয়ার বাজার ছেড়ে চলে গিয়েছিল তারা। কিন্তু তার পরে ফিরে আসে অর্থনীতির টানে। আর সেই প্রত্যাবর্তন এমনই যে, গোটা ২০২৩ সালে এ দেশের শেয়ার বাজারে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির নিট বিনিয়োগের অঙ্ক ছুঁয়ে ফেলেছে ১.৭ লক্ষ কোটি টাকা। পরিসংখ্যান বলছে, শুধুমাত্র বছরের শেষ মাস, অর্থাৎ ডিসেম্বরেই তারা ঢেলেছে ৬৬,১৩৪ কোটি। ঋণপত্রের বাজারে বিদেশি পুঁজি ঢুকেছে ৬৮,৬৬৩ কোটি টাকার। অর্থাৎ সব মিলিয়ে ভারতের মূলধনী বাজারে তারা উপুড় করেছে মোট ২.৪ লক্ষ কোটি টাকা।

Advertisement

শেয়ার সংক্রান্ত উপদেষ্টা সংস্থা ফিডেল ফোলিয়ো-র প্রতিষ্ঠাতা কিশলয় উপাধ্যায়ের দাবি, আগামী দিনেও এ দেশে বিদেশি লগ্নির জোয়ার বহাল থাকতে পারে। তবে তারা হয়তো পুঁজি ঢালার ক্ষেত্রে আগের থেকে অনেক বেশি বাছাই করে এগোবে। আর্থিক পরিষেবা সংস্থা জিয়োজিৎ ফিনান্সিয়াল সার্ভিসেস-এর চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ভিকে বিজয়কুমারের মতে, নতুন বছরে আমেরিকায় সুদের হার কমার ইঙ্গিত দিয়েছে খোদ সে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। সেখানে সুদ ছাঁটাই বহাল থাকবে ধরে নিয়েই বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি ভারতে শেয়ার কেনার গতি বাড়াতে পারে। বিশেষ করে ২০২৪-এর গোড়ার মাসগুলিতে। এ বছর লোকসভা নির্বাচন। বিশেষজ্ঞ মহলের মতে, বিদেশি লগ্নির জোয়ার আরও বাড়বে নাকি তাতে ভাটা পড়বে, সেটা নির্ভর করবে ভোটের ফলের উপরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement