গ্রাফিক: শৌভিক দেবনাথ
এপ্রিল-জুন ত্রৈমাসিকে ছ’বছরের তলানি ছুঁয়ে ৫ শতাংশে দাঁড়িয়েছে বৃদ্ধি। বিরোধীদের সমালোচনা সত্ত্বেও মোদী সরকার তাকে তেমন গুরুত্ব দিতে নারাজ। তবে এ বার আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারও (আইএমএফ) জানাল, ভারতে বৃদ্ধির এই গতি প্রত্যাশার তুলনায় অনেক বেশি দুর্বল। কারণ হিসেবে শিল্প সংস্থা ও পরিবেশগত নিয়ন্ত্রণের বিধি নিয়ে অনিশ্চয়তাকে দায়ী করেছে তারা। কাঠগড়ায় তুলেছে ব্যাঙ্ক নয় এমন আর্থিক সংস্থাগুলিতে (এনবিএফসি) নগদের সমস্যাকেও। যে সমস্যার জেরে গাড়ি, ছোট-মাঝারি শিল্পের মতো নানা ক্ষেত্রে ধার দেওয়ায় রাশ টেনেছে অনেক এনবিএফসি।
দেশের বাজারে চাহিদা ধাক্কা খাওয়ায় ইতিমধ্যেই চলতি ও পরের বছরে ভারতের বৃদ্ধির পূর্বাভাস ছেঁটে যথাক্রমে ৭% ও ৭.২% করেছে আইএমএফ। তবে একই সঙ্গে তাদের দাবি, ভারত এখনও বিশ্বের দ্রুততম গতিতে বাড়তে থাকা অর্থনীতি এবং চিনের থেকে অনেক এগিয়ে রয়েছে।
'আইএমএফ মুখপাত্র গেরি রাইস অবশ্য বলছেন, অনিশ্চয়তা এ দেশের বৃদ্ধিকে যে ভাবে দুর্বল করেছে, তাতে অর্থনীতির দৃষ্টিভঙ্গি (আউটলুক) নেতিবাচক হওয়ার ঝুঁকি থাকছে। তাঁর দাবি, পরিস্থিতিতে নজর রাখা হচ্ছে।