Foreign Investment

রাজ্যে ১০০ কোটি লগ্নির আশ্বাস

গত নভেম্বরে রেডক অফিসারেরা একটি ব্রিটিশ প্রতিনিধি দলের সঙ্গে কলকাতায় আসেন। লগ্নির ঘোষণা হয় তখনই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ০৮:২২
Share:

২০২৬-এর মধ্যে রাজ্যে মোট ১০০ কোটি ঢালা হবে। কর্মসংস্থান হবে ১০০০ জনের। — প্রতীকী চিত্র।

ভারতে পশ্চিমবঙ্গেই প্রথম দফতর খুলল লন্ডনের তথ্যপ্রযুক্তি সংস্থা রেডক। বৃহস্পতিবার সংস্থার কর্ণধার দীপল দত্ত জানান, আপাতত ২০ কোটি টাকায় সল্টলেক তথ্যপ্রযুক্তি তালুকে তা চালু হয়েছে। কর্মী প্রায় ২০০। তবে পরিকল্পনা আরও বড়। ২০২৬-এর মধ্যে রাজ্যে মোট ১০০ কোটি ঢালা হবে। কর্মসংস্থান হবে ১০০০ জনের। তিনি বলেন, ‘‘কলকাতার ছেলে আমি। তাই এই শহরে ফিরে আসাটা গুরুত্বপূর্ণ ছিল। দু’বছরে ধাপে ধাপে আরও ৮০ কোটি টাকা লগ্নি হবে।’’

Advertisement

গত নভেম্বরে রেডক অফিসারেরা একটি ব্রিটিশ প্রতিনিধি দলের সঙ্গে কলকাতায় আসেন। লগ্নির ঘোষণা হয় তখনই। দীপল জানান, সল্টলেকের ১২ হাজার বর্গফুট জায়গা থেকে ভারতে কাজ শুরু হয়েছে। রাজ্যের থেকে জমি এবং অন্যান্য সুবিধা পেলে প্রকল্প তৈরিতে আগ্রহী। সংস্থা মূলত, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইআরপি, সফটওয়্যারের কাজ করে। জমি নিয়ে এ দিনই রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়ের কাছে দরবার করেছেন দীপল। অনুষ্ঠানে বাবুল ছাড়াও ছিলেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার অ্যান্ড্রু ফ্লেমিং। বাবুল বলেন, “রাজ্য যে তথ্যপ্রযুক্তিতে এগোচ্ছে, তার প্রমাণ রেডক। লন্ডনের পরে কলকাতাকেই বেছেছে সংস্থা।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement