এ বার ব্যবসা ঢেলে সাজছে এইচইউএল

ব্যবসা ঢেলে সাজতে খাদ্য ও পানীয় ব্যবসাকে আলাদা করার সিদ্ধান্ত নিল হিন্দুস্তান ইউনিলিভার (এইচইউএল)। সংস্থার আন্তর্জাতিক কাঠামোর সঙ্গে তাল মিলিয়েই এই সিদ্ধান্ত।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ জুন ২০১৬ ০৩:৩২
Share:

ব্যবসা ঢেলে সাজতে খাদ্য ও পানীয় ব্যবসাকে আলাদা করার সিদ্ধান্ত নিল হিন্দুস্তান ইউনিলিভার (এইচইউএল)। সংস্থার আন্তর্জাতিক কাঠামোর সঙ্গে তাল মিলিয়েই এই সিদ্ধান্ত। তাদের দাবি, গত কয়েক বছরে খাদ্য (কোয়ালিটি ওয়ালস আইসক্রিম, কিসান ও নর ব্র্যান্ডের খাবার ইত্যাদি) ও পানীয় (ব্রুক বন্ড চা, ব্রু কফি ইত্যাদি) ব্যবসায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বর্তমানে তা এমন জায়গায় পৌঁছেছে, যে এখন দু’টিকে আলাদা ব্যবসায় পরিণত করার সময় এসে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement