Signal App

হোয়াটসঅ্যাপের গ্রুপ কী ভাবে সিগন্যাল অ্যাপে নিয়ে আসা যায়? জেনে নিন

ব্যবহারকারীদের মন থেকে হোয়াটসঅ্যাপ যতই ভয় কাটানোর চেষ্টা করুক না কেন দলে দলে অনেকেই সিগন্যাল বা টেলিগ্রামের উপর নির্ভর করতে শুরু করেছেন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২১ ১৭:২৭
Share:
০১ ১৪

ব্যবহারকারীদের মন থেকে হোয়াটসঅ্যাপ যতই ভয় কাটানোর চেষ্টা করুক না কেন দলে দলে অনেকেই সিগন্যাল বা টেলিগ্রামের উপর নির্ভর করতে শুরু করেছেন।

০২ ১৪

এই তালিকায় অবশ্য এখনও পর্যন্ত সিগন্যালের পাল্লা ভারী। হোয়াটসঅ্যাপের প্রচুর গ্রাহকই সিগন্যাল ডাউনলোড করতে শুরু করে দিয়েছেন।

Advertisement
০৩ ১৪

বহু ব্যবহারকারী এখন সিগন্যাল নামে এই মেসেজিং অ্যাপটি ব্যবহার করতে শুরু করেছেন। কিন্তু সমস্যা হল হোয়াটসঅ্যাপ শুধুমাত্র ব্যবহারকারীদের ব্যক্তিগত মেসেজিং প্ল্যাটফর্ম নয়, এতে অফিস গ্রুপ এবং বিজনেস গ্রুপও রয়েছে।

০৪ ১৪

গ্রাহকের প্রয়োজনের কথা মাথায় রেখেই সেই সমস্ত গ্রুপগুলো সিগন্যালে আনার একটা উপায় বার করেছে এই সংস্থা।

০৫ ১৪

ফলে একটা গ্রুপের সমস্ত সদস্যদের আলাদা করে যোগ করে সিগন্যালে আর নতুন গ্রুপ বানানোর প্রয়োজন নেই। এর ফলে খুব সহজেই হোয়াটসঅ্যাপের গ্রুপ সিগন্যালে আনা যাবে।

০৬ ১৪

পর পর কয়েকটি ধাপ অনুসরণ করলেই সেটি সম্ভব। এর জন্য ঠিক কী করতে হবে দেখে নিন

০৭ ১৪

এর জন্য প্রথমেই সিগন্যাল অ্যাপটিকে ইনস্টল করতে হবে মোবাইল ফোনে।

০৮ ১৪

তারপর মোবাইল নম্বর দিয়ে সিগন্যালে নিজের অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে হবে

০৯ ১৪

তারপর একটি গ্রুপ বানান। প্রয়োজন বা নিজের ইচ্ছা মতো সেই গ্রুপের নাম এবং ছবি দিন।

১০ ১৪

তবে প্রথমে অন্তত এক জন সদস্য আপনাকে ও গ্রুপে যোগ করতে হবে।

১১ ১৪

এ বার গ্রুপ সেটিংয়ে গিয়ে ‘গ্রুপ লিঙ্ক’ অপশন অন করতে হবে। ক্লিক করতে হবে শেয়ার অপশনেও।

১২ ১৪

তা না করলে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক শেয়ার করলে কোনও সদস্যই সিগন্যালে ঢুকতে পারবেন না।

১৩ ১৪

পরের কাজ হল হোয়াটসঅ্যাপে যাওয়া। হোয়াটসঅ্যাপের যে গ্রুপ সিগন্যালে আনতে চাইছেন তার সঙ্গে সিগন্যালে তৈরি করা গ্রুপের লিঙ্ক শেয়ার করতে হবে।

১৪ ১৪

হোয়াটসঅ্যাপের গ্রুপের প্রতি সদস্য ওই লিঙ্কে ক্লিক করলেই সিগন্যালের নতুন গ্রুপে যুক্ত হয়ে যাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement