Narendra Modi

‘স্বর্ণযুগ’-এর বছরে কোন দিশায় অর্থনীতি?

এই এক বছরে অর্থনীতির ঝিমুনি হয়ে জল গড়িয়েছে করোনা হানা ও লকডাউনে। বৃদ্ধির হার প্রতি ত্রৈমাসিকে তলিয়েছে একটু একটু করে।

Advertisement
শেষ আপডেট: ৩১ মে ২০২০ ০৩:১১
Share:

নরেন্দ্র মোদী। ফাইল চিত্র

বিপুল ভোটে জিতে ২০১৯ সালের মে মাসে দ্বিতীয় দফায় দিল্লির মসনদে ফিরেছিল মোদী সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর নেতা-মন্ত্রীরা নাগাড়ে ভারতের অর্থনীতিকে পাঁচ বছরে ৫ লক্ষ কোটি ডলারে পৌঁছে দেওয়ার স্বপ্ন ফেরি করে চলেছেন তখন। যদিও বিশেষজ্ঞদের একাংশের দাবি, গাড়ি-সহ বিভিন্ন পণ্যের বিক্রিবাটা, শিল্পের লগ্নি, কর্মসংস্থানের ফিকে ছবিটা স্পষ্ট হতে শুরু করে সেই সময়েই। তার পরে এই এক বছরে অর্থনীতির ঝিমুনি হয়ে জল গড়িয়েছে করোনা হানা ও লকডাউনে। বৃদ্ধির হার প্রতি ত্রৈমাসিকে তলিয়েছে একটু একটু করে। কেন্দ্রও বিপদ আঁচ করে জুলাইয়ে বাজেট শেষ হতে না-হতেই অগস্ট থেকে শুরু করেছে গাড়ি-সহ বিভিন্ন শিল্পকে ঘুরে দাঁড় করানোর সুরাহা ঘোষণা। তবে একই সঙ্গে নিয়ম করে উড়িয়ে দিয়েছে অর্থনীতির ঝিমুনি নিয়ে যাবতীয় সমালোচনা-অভিযোগ। শনিবার বছরপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে লেখা চিঠিতে প্রধানমন্ত্রী ‘আত্মনির্ভর’ ভারতের দিশা দেখাতে চেয়েছেন। কিন্তু মোদী জমানার এই এক বছরে অর্থনীতি আদতে কোন দিশা খুঁজে পেল? জবাব হাতড়াতে চোখ রাখব কিছু পরিসংখ্যানে।

Advertisement

এপ্রিল ’১৯ মার্চ ’২০ এপ্রিল ’২০
• খুচরো মূল্যবৃদ্ধি ২.৯৯ ৩.৭২ পাওয়া যায়নি **
• শিল্পবৃদ্ধি ৩.৪ -১৬.৭ প্রকাশিত হয়নি
• পরিকাঠামো ৫.২ -৯.০ -৩৮.১ **
• বেকারত্ব * ৭.৩ ৮.৮ ২৩.৫ **

সব হার শতাংশে | তথ্যসূত্র: পিআইবি, * সিএমআইই-র পরিসংখ্যান
** হিসেবে প্রভাব পড়েছে করোনা যুঝতে চলা লকডাউনের

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement