প্রতীকী ছবি।
আশঙ্কা ছিলই। তাকে সত্যি প্রমাণ করে দেশের আটটি বড় শহরে মুখ থুবড়ে পড়ল বাড়ি বিক্রি। তার মধ্যে কলকাতাও রয়েছে।
আবাসন ক্ষেত্রের পরামর্শদাতা সংস্থা নাইটফ্র্যাঙ্কের রিপোর্টে জানানো হয়েছে, জানুয়ারি থেকে জুনে দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, পুণে, হায়দরাবাদ এবং আমদাবাদে মোট ৫৯,৫৩৮টি আবাসন বিক্রি হয়েছে। যা গত ১০ বছরের সর্বনিম্ন এবং এক বছর আগের তুলনায় ৫৪% কম। ২০১৯ সালের প্রথমার্ধে ১.২৯ লক্ষ আবাসন বিক্রি হয়েছিল। কলকাতায় অবশ্য এ বছরের প্রথমার্ধে বিক্রি সঙ্কোচনের হার জাতীয় গড়ের তুলনায় কিছুটা কম, ৩৬%। ওই সময়ে শহরে ২৯৩৭টি বাড়ি বিক্রি হয়েছে। এক বছর আগে হয়েছিল ৪৫৮৮টি। জানুয়ারি-মার্চে দেশে বাড়ি বিক্রি কমেছে ২৭%। এপ্রিল-জুনে ৮৪%।
নাইটফ্র্যাঙ্ক ইন্ডিয়ার সিএমডি শিশির বৈজলের বক্তব্য, আবাসন শিল্পকে ঘুরিয়ে দাঁড় করাতে দরকার সংস্থাগুলির এককালীন ঋণ পুনর্গঠন, খুচরো ঋণে মোরাটোরিয়াম বাড়ানো।