—প্রতীকী চিত্র।
ভারতের শেয়ার বাজারে গত মাসে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি ৪৩,৮৩৮ কোটি টাকার পুঁজি ঢেলেছে। গত ন’মাসের মধ্যে যা সব থেকে বেশি। বিশেষজ্ঞদের মতে, এ দেশে অর্থনীতির ভিত অত্যন্ত পোক্ত বলে মনে করছে ওই সব সংস্থা। তার উপর দেশীয় কর্পোরেট সংস্থাগুলির বেশিরভাগই ভাল মুনাফা করছে। যাকে অর্থনীতি চাঙ্গা হওয়ার অন্যতম লক্ষণ বলে মনে করা হচ্ছে।
সেই সঙ্গে এখানে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির মতে, এখানে শেয়ারের মূল্য তুলনায় কম। এই সব কারণে চলতি মাসেও বাজারে তাদের বিনিয়োগ বহাল থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের বড় অংশ। বিশেষত পরিসংখ্যান অনুযায়ী, জুন পড়ার পরে মাত্র দু’টি লেনদেনের দিনেই যেহেতু শেয়ার বাজারে ৬৪৯০ কোটি টাকা ঢেলেছে তারা।