রাজ্যে প্রথম তৈরি হচ্ছে মোবাইল কারখানা। স্থানীয় সংস্থা হাইটেক মোবাইলস হাওড়ার সাঁকরাইলে ২৪ হাজার বর্গ ফুট জায়গা জুড়ে এই কারখানা গড়ছে।
সংস্থার প্রধান মহম্মদ গিয়াসুদ্দিনের দাবি, প্রায় ১৫ কোটি টাকা লগ্নিতে তৈরি এই কারখানায় চলতি বছরের অগস্টেই উৎপাদন শুরু হয়ে যাবে। মোবাইল ও মোবাইলের আনুষঙ্গিক সামগ্রী তৈরির জন্য চিনের দু’টি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ৫০০ কোটি টাকার ব্যবসা করা হাইটেক মোবাইলস। গিয়াসুদ্দিন বলেন, ‘‘আমদানি শুল্ক যে-হারে বেড়েছে, তাতে নিজেদের উৎপাদন কেন্দ্র থাকা জরুরি। নতুন কারখানায় উৎপাদন করলে প্রায় সাত শতাংশ কর সাশ্রয় হবে।’’ আগামী দু’বছরে ব্যবসার অঙ্ক ১,০০০ কোটি টাকা ছোঁবে বলে দাবি সংস্থা কর্তৃপক্ষের। নতুন কারখানায় তৈরি মোবাইল দেশের বাজার ছাড়া বিদেশেও রফতানি করা হবে। নেপাল, ভুটান, বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কা ও পূর্ব আফ্রিকাতে রফতানি করা হবে বলে সংস্থার দাবি।