—প্রতীকী চিত্র।
সংযুক্তিকরণের পর বড় ক্ষতির মুখে পড়েছে ভারতের সবচেয়ে বড় বেসরকারি ব্যাঙ্ক। সংযুক্তিকরণের পরে এই সংস্থার ক্ষতির পরিমাণ এক লক্ষ কোটি টাকার বেশি, যা ইন্ডাসইন্ড ব্যাঙ্কের সমগ্র মূলধনের চেয়ে (মার্কেট ক্যাপ) বেশি। আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এবং ইয়েস ব্যাঙ্কের মোট মূলধনের যোগফলও এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষতির অঙ্কের চেয়ে কম।
১ জুলাই সংযুক্তিকরণ ঘটেছে এইচডিএফসি ব্যাঙ্ক লিমিটেড এবং হাউজ়িং ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশনের। এর পরই প্রথম ভারতীয় ব্যাঙ্ক হিসাবে বিশ্বের সবচেয়ে মূল্যবান বাঙ্কগুলির তালিকায় জায়গা পেয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক। ১ জুলাই সংযুক্তিকরণের পরে ৩ জুলাই এইচডিএফসি ব্যাঙ্কের বাজারদর ছিল ১৭১৯.৮০ টাকা। তার পরেই টানা পতনের মুখে পড়ে, কয়েক বার আশার আলো দেখালেও সংযুক্তিকরণের আগের জায়গায় এই ব্যাঙ্কের শেয়ারের দাম পৌঁছয়নি। সম্প্রতি ১৫ সেপ্টেম্বর থেকে ফের বড় পতনের মুখে পড়েছে এই সংস্থা, ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বাজারদর কমেছে প্রায় আট শতাংশ।
ইতিহাস বলছে, প্রতি ক্যালেন্ডার বর্ষের হিসাব ধরলে গত নয় বছর এই ব্যাঙ্ক ক্ষতির মুখে পড়েনি। ১৯৯৬ সাল থেকে মাত্র পাঁচ বারই ক্ষতির মুখ দেখেছে এইচডিএফসি ব্যাঙ্ক— ১৯৯৮, ২০০২, ২০০৮, ২০১১ এবং ২০১৩ সালে।