gold

GST: পুরনো গয়নায় জিএসটি নিয়ে

পুরনো গয়না বিক্রির ক্ষেত্রে জিএসটি-র হিসেব সংক্রান্ত কিছু ব্যাখ্যা চেয়ে এএআর-এর কর্নাটক বেঞ্চে আবেদন করেছিল বেঙ্গালুরুর আধ্যা গোল্ড।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২১ ০৭:২৩
Share:

প্রতীকী ছবি।

পুরনো সোনার গয়না ফের বিক্রির সময় ব্যবসায়ীদের শুধু মুনাফায় জিএসটি দিতে হবে। জানিয়েছে, কর্নাটকের অথরিটি অব অ্যাডভান্স রুলিং (এএআর)। তবে হাতফেরত গয়নাটি কেনার সময় যেমন ছিল, অবিকল তেমন রেখে বেচলে এই নিয়ম প্রযোজ্য হবে।

Advertisement

পুরনো গয়না বিক্রির ক্ষেত্রে জিএসটি-র হিসেব সংক্রান্ত কিছু ব্যাখ্যা চেয়ে এএআর-এর কর্নাটক বেঞ্চে আবেদন করেছিল বেঙ্গালুরুর আধ্যা গোল্ড। বেঞ্চ বলেছে, ব্যবসায়ী গয়নাটিকে অবিকল এক রেখে বেচলে সেটির ক্রয় এবং বিক্রয়ের দামের ফারাকের উপরেই শুধু জিএসটি বসবে। কারণ, তিনি সেটি গলিয়ে সোনার তালে পরিণত করে তার থেকে নতুন গয়না গড়ছেন না।

শুধু পরিষ্কার এবং চকচকে করছেন। বিশেষজ্ঞদের দাবি, এই রায় গয়না শিল্পের কাছে তাৎপর্যপূর্ণ। কারণ, এই রকম ক্ষেত্রে বহু ব্যবসায়ীকেই এখন মোট বিক্রয় মূল্যের উপরে ৩% জিএসটি মেটাতে হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement