জিএসটি কমানোর দাবি খারিজ

অনেকের বক্তব্য, জিএসটি ছাঁটাই হলে সবচেয়ে সমস্যার মুখে পড়তে পারে রাজ্যগুলি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৯ ০৩:০২
Share:

ছবি: সংগৃহীত।

চাহিদা বাড়ানোর লক্ষ্যে গাড়ি শিল্প জিএসটি কমানোর দাবি জানালেও সেই দাবি খারিজ করে দিল জিএসটি পরিষদের ফিটমেন্ট কমিটি। তাদের হিসেব, ওই দাবি মেনে গাড়ির জিএসটি ২৮% থেকে কমিয়ে ১৮% করা হলে বছরে প্রায় ৫০,০০০ থেকে ৬০,০০০ কোটি টাকা রাজস্ব ক্ষতি হতে পারে। আগামী শুক্রবার গোয়ায় বৈঠকে বসছে জিএসটি পরিষদ। তার আগে ফিটমেন্ট কমিটির সুপারিশ গাড়ি শিল্পের কাছে সুখবর নয়। একই ভাবে বিস্কুট-সহ কয়েকটি খাদ্যপণ্যের জিএসটি কমানোর দাবিও খারিজ করেছে ওই কমিটি।

Advertisement

অনেকের বক্তব্য, জিএসটি ছাঁটাই হলে সবচেয়ে সমস্যার মুখে পড়তে পারে রাজ্যগুলি। গাড়ির জিএসটি কমানোর ব্যাপারে পরিষদের বৈঠকেও আপত্তি জানাতে পারে তারা। তবে ১২,০০০ টাকা পর্যন্ত হোটেলের ঘরভাড়ার জিএসটি ১৮% থেকে কমিয়ে ১২% করার সুপারিশ করেছে ফিটমেন্ট কমিটি। পর্যটন মন্ত্রকও এ নিয়ে পরিষদের কাছে আর্জি জানাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement