পেটেন্ট মামলা তুলল গুগ্‌ল, মাইক্রোসফট

নিজেদের মধ্যে চলা পেটেন্ট সংক্রান্ত সব ধরনের মামলা প্রত্যাহার করে নিল গুগ্‌ল ও মাইক্রোসফট। মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা দু’টি যৌথ বিবৃতিতে জানিয়েছে, মোটোরোলা মোবিলিটি-সহ সব মামলাই আসবে এর আওতায়। যার মধ্যে রয়েছে, নেট সংযোগ থাকা যন্ত্র, ওয়াইফাই ও ডিজিটাল ভিডিও। গত বছরই নিজেদের হাতে থাকা মোটোরোলা মোবিলিটিকে চিনা সংস্থা লেনোভোর কাছে বিক্রি করেছে গুগ্‌ল।

Advertisement

সংবাদ সংস্থা

সান ফ্রান্সিসকো শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৫ ০২:৪০
Share:

নিজেদের মধ্যে চলা পেটেন্ট সংক্রান্ত সব ধরনের মামলা প্রত্যাহার করে নিল গুগ্‌ল ও মাইক্রোসফট। মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা দু’টি যৌথ বিবৃতিতে জানিয়েছে, মোটোরোলা মোবিলিটি-সহ সব মামলাই আসবে এর আওতায়। যার মধ্যে রয়েছে, নেট সংযোগ থাকা যন্ত্র, ওয়াইফাই ও ডিজিটাল ভিডিও। গত বছরই নিজেদের হাতে থাকা মোটোরোলা মোবিলিটিকে চিনা সংস্থা লেনোভোর কাছে বিক্রি করেছে গুগ্‌ল। কিন্তু এখনও তাদের নানা পেটেন্ট রয়েছে গুগ্‌লের হাতে। মামলা তোলার সঙ্গেই আগামী দিনে বিভিন্ন ক্ষেত্রে এক সঙ্গে কাজ করার কথা জানিয়েছে গুগ্‌ল ও মাইক্রোসফট। তবে কোন কোন ক্ষেত্রে তারা যৌথ উদ্যোগে কাজ করবে, তা জানায়নি সংস্থা দু’টি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement