—প্রতীকী ছবি।
পিছিয়ে গিয়ে ফের লাফিয়ে উঠল সোনার দর। বুধবার, ২৬ মার্চ, মাল্টি কমডিটি এক্সচেঞ্জে (এমসিএক্স) ০.৩৫ শতাংশ বৃদ্ধি পায় হলুদ ধাতুর দাম। ফলে ১০ গ্রাম সোনা বিক্রি হচ্ছে ৮৭ হাজার ৭৭৫ টাকায়। হলুদ ধাতুর দরের এই ঊর্ধ্বগতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিকেই দায়ী করেছেন আর্থিক বিশ্লেষকেরা।
এ দিন সকালে এমসিএক্স খোলার পর কিছুটা নেমে যায় সোনার দাম। হলুদ ধাতুর দিনের মধ্যে সর্বনিম্ন দর ছিল ৮৭ হাজার ৪৫৮ টাকা/১০ গ্রাম। অন্যদিকে দিনের মধ্যে সর্বোচ্চ ৮৭ হাজার ৮৯৮ টাকায় ওঠে দাম। বিশ্ব ব্যাপী আর্থিক অনিশ্চয়তা এবং মার্কিন তথ্যের দুর্বলতার কারণে সোনার উপরেই লগ্নিকারীরা বেশি ভরসা রেখেছেন বলে জানা গিয়েছে।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি মাসে কমেছে আমেরিকার কনফারেন্স বোর্ডের ভোক্তা আস্থা সূচক। মার্চে এতে ৭.২ পয়েন্টের পতন দেখা গিয়েছে। ফলে এটি ৯২.৯ পয়েন্টে নেমে এসেছে। ২০২১ সালের জানুয়ারির পর এই সূচক সর্বনিম্ন স্তরে নেমেছে বলে জানা গিয়েছে। এক কথায় ট্রাম্প জমানায় মার্কিন অর্থনীতিতে মন্দা আসার ইঙ্গিত মিলছে বলে জানিয়েছেন আর্থিক বিশ্লেষকেরা।
আগামী ২ এপ্রিল থেকে ‘পারস্পরিক শুল্ক’ নীতি চালু করবে যুক্তরাষ্ট্র। এতে বিশ্বের আর্থিক বৃদ্ধির উপর প্রভাব পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকেরা জানিয়েছে, এর জেরে বিনিয়োগকারীদের মধ্যে সোনা কেনার প্রবণতা বেড়েছে। আগামী আর্থিক বছরে (পড়ুন ২০২৫-’২৬) সোনার দর ঊর্ধ্বমুখী থাকবে বলেই মনে করা হচ্ছে।
অলঙ্কার ব্যবসায়ীদের সংগঠনের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি আর্থিক বছরে (পড়ুন ২০২৪-’২৫) বিশ্ব বাজারে সোনার দাম ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ঘরোয়া বাজারে ১৪ শতাংশ দামি হয়েছে হলুদ ধাতু। গত এক দশকের মধ্যে কোনও একটি আর্থিক বছরে আর কখনই এতোটা বাড়েনি সোনার দাম।